বিহারের ভোটে এনডিএ ফের ক্ষমতায় এলে নীতীশ কুমারই কী ফের মুখ্যমন্ত্রী হবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করতে বিহারের পূর্ণিয়ার সভায় উপস্থিত নেতা-কর্মী এবং সমর্থকদের উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে সভায় নীরবই থাকলেন প্রধানমন্ত্রী মোদী।
সোমবার কলকাতা থেকে বিহারের পূর্ণিয়ায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। আর ভোটের আগেই প্রায় ৩৬ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বিজেপি আশাবাদী যে আসন্ন নির্বাচনে এই প্রকল্পগুলি তাদের সাফল্য এনে দেবে। আর, ওই সভাতেই শিবির না বদলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে থাকার কথা জানিয়ে দেন বিহারের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নীতীশ কুমার বলেন, 'আমি কিছু বলতে চাই। প্রধানমন্ত্রী মোদী বিহারের জন্য অনেক কিছু করেছেন। দয়া করে উঠে দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান। আপনারা সবাই বসে আছেন কেন?' এরপরেই বিরোধী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-কে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বিহারের উন্নয়নের বর্তমান গতি আরজেডি সরকারের আমলের পরিস্থিতির তুলনা করেন। তিনি বলেন, '২৪ নভেম্বর, ২০০৫ তারিখে আমাদের সরকার গঠিত হওয়ার আগে বিহারে কিছুই ছিল না। পূর্ববর্তী সরকার কিছুই করেনি। আমরা আসার পর, ধারাবাহিকভাবে কাজ করা হয়েছে।'
আরও পড়ুন-ট্রাম্পের রোষানলে জনপ্রিয় সংবাদপত্র! নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মামলা
শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী নীতীশ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, তিনি কথা দিচ্ছেন আর শিবির বদল করবেন না। অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে না। নীতীশ আরও বলেন, তিনি ভুল করেছেন এবং এজন্য তিনি ক্ষমাপ্রার্থী। মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সভাপতির এমন কাতর আবেদনের পরও প্রধানমন্ত্রী মোদীর নীরবতায় নীতীশের রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। জনসভায় প্রধানমন্ত্রী একপ্রকার প্রথা মেনে রাজ্য সরকারের কাজকর্মের প্রশংসা করেন। কিন্তু বিগত সভাগুলির মতো শুরুতে সম্ভাষণ বাদে ঘন ঘন মুখ্যমন্ত্রী নীতীশের নাম নেননি ভাষণে। তাঁকে বিহারের উনয়নের কৃতিত্বও দেননি। আরও আশ্চর্যের হল, এনডিএ ক্ষমতায় থেকে গেলে নীতীশই ফের মুখ্যমন্ত্রী, এমন কথাও প্রধানমন্ত্রী একবারের জন্যও উচ্চারণ করেননি। প্রকাশ্যে মুখ না-খুললেও নীতীশের দলের বহু মন্ত্রী-বিধায়ক প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। নীতীশের আচরণ নিয়ে অবাক এবং ক্ষুব্ধ তাঁরা।
আরও পড়ুন-ট্রাম্পের রোষানলে জনপ্রিয় সংবাদপত্র! নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মামলা
আগেও একবার প্রধানমন্ত্রী মোদীর সামনে এই কথা বলেছিলেন নীতীশ। সেবার হেসে উঠেছিলেন মোদী। কিন্তু এবারে দেখা গেল, গম্ভীর। নিরুত্তাপ। রাজনীতিতে মুখের অভিব্যক্তিও অনেক কিছুর জল্পনা উস্কে দেয়। যার নির্যাস, প্রশ্ন উঠছে, বিহারে এনডিএ জোট ক্ষমতায় এলে আদৌ নীতীশ কুমারকে ফের মুখ্যমন্ত্রী করা হবে তো?