সহকর্মীর সঙ্গে অশান্তি হলেও যে মানুষটি ভীষণ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করেন, সেই জিতু কমল এবার মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিলেন! মেকআপ করতে গিয়ে রীতিমতো রক্তাক্ত কাণ্ড ঘটিয়ে বসেছে মেকআপ আর্টিস্ট, তাই কার্যত বাধ্য হই এবার আইনি পদক্ষেপ নিলেন তিনি।
কে এই মেকআপ আর্টিস্ট? না, এই মেকআপ আর্টিস্ট টলিউডের কোনও আর্টিস্ট নয় বরং ইনি হলেন জিতু কমলের মিষ্টি ভাইজি। কাকাকে জোর করে মেকআপ করাতে গিয়ে একেবারে রক্তাক্ত কান্ড ঘটিয়ে বসেছে সে, আর তাই রেগে গিয়ে আইনি হুঁশিয়ারি দিলেন জিতু। বুঝতেই পারছেন ব্যাপারটা পুরোটাই মজার ছলে হয়েছে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
সম্প্রতি ভাইঝির সঙ্গে তিনটি ছবি পোস্ট করে জিতু লেখেন, ‘মেকআপের নামে রক্তারক্তি করলেন এই মেকআপ আর্টিস্ট। আমি আমার মেকআপ আর্টিস্ট এর বিরুদ্ধে সেকশন ৩২৩ অফ ইন্ডিয়ান পেনাল কোড কেস করলাম, পাশে থাকবেন গাইস।’
ছবিতে দেখা যাচ্ছে কাকাকে একেবারে জড়িয়ে ধরে কাজল দিয়ে কপাল একেবারে কালো করে দিয়েছে ভাইজি। মাথায় আবার জোর করে পরিয়েছে একটি হার। ভাইজির ভালোবাসায় অতিষ্ঠ কাকা বিছানায় শুয়ে কাতর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। এইসব কাণ্ডের মধ্যেই জিতুর কপাল কেটে গিয়েছে, সেটার ছবি পোস্ট করেই এবার মজার ছলে আইনি হুমকি দিলেন অভিনেতা।
জিতুর এই মজার পোস্ট দেখে হেসে লুটাপুটি খান নেট পাড়ার বাসিন্দারা। একজন লেখেন, ‘খুব ভালো হয়েছে। আমি বরং এই অভিযুক্তের পাশে দাঁড়ালাম। এই অত্যাচারগুলো যে কি? যা কাউকে একটা পাওয়া গেল, যে কিনা রাজার রাজাকে ধরাশায়ী করতে পেরেছে।’
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
অন্য একজন লিখেছেন, ‘মেকআপ আর্টিস্ট ভীষণ কিউট।’ তৃতীয় একজন লিখেছেন, ‘খুব মিষ্টি মেকআপ আর্টিস্ট। আমি মেকআপ আর্টিস্টের সঙ্গে রয়েছি।’ তবে আবার কেউ কেউ অভিনেতাকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনার কপাল কেটে গিয়েছে। ওষুধ লাগিয়ে নেবেন। তবে অভিনেতার পোস্ট করা এই মজার পোস্ট দেখে অনেকেই ছোটবেলার সময়ে ফিরে গিয়েছেন।