অভিনেতা অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার প্রথম সন্তান আরভ ১৫ সেপ্টেম্বর ২৩ বছরে পা রাখলেন। আর ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে মিষ্টি শুভেচ্ছা জানালেন মা-বাবা।
অক্ষয় আরাভের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে লিখেছেন যে কীভাবে তিনি তাঁর বয়সে পর্দায় মানুষকে মারধর করতে শিখছিলেন। তিনি লেখেন, ‘শুভ ২৩তম জন্মদিন আরাভ! আমার বয়স যখন তেইশ বছর তখন আমি পর্দায় লোকদের মারধর করতে শিখছিলাম... এখন এটি একটি অদ্ভুত অনুভূতি যে আপনি প্রতিদিন আমাকে হারাচ্ছেন (মারধর ও হারানো, দুক্ষেত্রেই তিনি Beat শব্দটি ব্যবহার করেছেন) প্রযুক্তি থেকে ফ্যাশন এবং ডিনার টেবিলে তর্ক পর্যন্ত।’
এরপর ছেলের সঙ্গে মস্করা করে অক্ষয় তাঁর পোস্টে আরও লেখেন, ‘কত জলদি বড় হয়ে গেলি রে তুই… এখন আমাকে আমার গল্পেই গর্বিত সাইডকিক করে দিয়েছিস। তোকে খুব ভালোবাসি। আমার জীবনের সেরা ২৩ বছরকে অভিনন্দন কারণ, তোর সঙ্গে ছিল।’
টুইঙ্কলও তাঁর ইনস্টাগ্রামে আরভের ছবি শেয়ার করেছেন, লিখেছেন যে কীভাবে তিনি এখনও ছেলেকে ধরে রাখতে চান। লিখেছেন, ‘এখন সে ২৩ বছরে পরিণত হয়েছে। যদিও তাঁকে ধরে রাখার এক অদম্য ইচ্ছে কাজ করে আমার মধ্যে। আসলে সন্তানরা আমাদের ফুসফুসে সঞ্চিত বাতাসের মতো। পরবর্তী শ্বাস ছাড়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমাদের হেফাজতে থাকে। এটি সঠিক উপমা নাও হতে পারে। কারণ আমরা সন্তানদের বাতাসের মতো ক্রমাগত ভিতরে আর বাইরে করতে পারি না। কিন্তু আপনারা বুঝে গিয়েছেন কী বলতে চাই আমি। আর বার্থ ডে বয়কে বল, গোটা বিশ্বকে ভরিয়ে তোলো তোমার মায়া-মমতা দিয়ে।’
চলতি বছরে অক্ষয় স্কাই ফোর্স, স্কাই ফোর্স, কেশরী চ্যাপ্টার ২, হাউসফুল ৫ এবং তেলেগু সিনেমা কান্নাপ্পাতে অভিনয় করেছেন। তাঁকে খুব জলদি দেখা যাবে জলি এলএলবি ৩-এ, যা ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এছাড়া অক্ষয় কুমার প্রিয়দর্শনের সঙ্গে 'ভূত বাংলা' ও 'হাইওয়ান' ছবিতেও কাজ করছেন তিনি। টুইঙ্কল প্রাইম ভিডিওতে টু মাচ উইথ কাজল নামে একটি টক শো উপস্থাপনা করবেন। এটি ২৫ সেপ্টেম্বর প্রিমিয়ার হবে।