ভারতের সঙ্গে শুল্ক নিয়ে মধ্যস্থতার মাঝেও ফের হুঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের। সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছে। পাল্টা ভারতও মার্কিন ভুট্টার কেনা বন্ধ করে দিতে পারে। সম্প্রতি এই বিষয়েই ভারতকে একরকম শাসিয়েছে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। অ্যাক্সিওসের একটি সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সচিব বলেছেন, ভারত এমনটা করলে মার্কিন বাজারে তার পণ্যের প্রবেশাধিকার হারাতে পারে।
আরও পড়ুন - ৭৫তম জন্মদিনে দেশের মা-বোনদের জন্য নয়া প্রকল্প মোদীর, অনুপ্রবেশ নিয়ে ফের বার্তা!
কী দাবি লুটনিকের?
লুটনিকের কথায়, নয়াদিল্লি শুল্ক না কমালে ‘কঠিন সময়ের’ মুখোমুখি হতে পারে। পাশাপাশি তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, মার্কিন প্রেসিডেন্টও ভারতের উপর শুল্কের বোঝা কমাতে তৎপর। সেখানে ভারত অনমনীয় বলেই আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইলেন তিনি। লুটনিকের দাবি, ভারত-মার্কিন সম্পর্ক একমুখী। তাঁর মতে, ‘ভারত আমাদের কাছে বিক্রি করে আমাদের সুবিধা নেয়। কিন্তু আমাদের তাদের অর্থনীতিতে (বিক্রি করা থেকে) বিরত রাখে। এদিকে তারা যখন আমাদের কাছে বিক্রি করতে আসে, আমরা তাদের জন্য পথ খোলা রাখি।’
আরও পড়ুন - সোমবার রাতেই দেশে ট্রাম্পের প্রতিনিধি, মঙ্গলে রয়েছে মেগা বৈঠক! কী নিয়ে?
ভারতের জনসংখ্যা তুলেও দাবি
এদিন তাঁর আলোচনার মূল বিষয়বস্তু অবশ্য ছিল ভুট্টাই। তাই ফের তাঁকে বলতে শোনা যায়, ‘ভারত গর্ব করে, তাদের জনসংখ্যা ১.৪ বিলিয়ন (অর্থাৎ ১৪০ কোটি)। ১৪০ কোটি মানুষ কি এক বুশেল মার্কিন ভুট্টাও কিনবে না? এটা কি সম্ভব? তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু তারা আমাদের ভুট্টা কিনবে না? তারা সবকিছুর উপর শুল্ক আরোপ করে।’ প্রসঙ্গত, এক বুশেল মানে ৩৫.২ লিটার। সাধারণত, যেসব শস্য কঠিন পদার্থ, সেগুলি মাপতে এই একক ব্যবহার করা হয়।