দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। এবার আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগে অসম সিভিল সার্ভিস অফিসার নুপূর বরাকে গ্রেফতার করেছেন রাজ্য ভিজিল্যান্সের আধিকারিকেরা। ইতিমধ্যে তাঁর বাড়ি থেকে প্রায় ৯২ লক্ষ টাকা নগদ এবং ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনার গয়না উদ্ধার হয়েছে। সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছেন তদন্তকারীরা।
আরও পড়ুন-মার্কিন ভুট্টা..ভারতকে চাপে ফেলার নয়া কৌশল ট্রাম্পদের? US-এ ফিরছে চিনা ‘TikTok’?
জানা গেছে, সোমবার গুয়াহাটিতে অসম সিভিল সার্ভিস (এসিএস) আধিকারিক নূপুর বরার বাড়িতে হানা দেয় সে রাজ্যের পুলিশের ভিজিল্যান্স বাহিনী। ওই অভিযানেই তাঁর বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, নুপূরের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই নজরদারি শুরু হয়। গত ছ’মাস ধরে সেই তদন্ত চলে। তারপরেই ওই আধিকারিকের বাড়িতে অভিযান চালানো হয়। তিনি বলেন, ‘আমার প্রশাসনে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।’ নুপূরের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ওঠে। যখন তিনি বরপেটা রেভিনিউ সার্কলে কর্মরত ছিলেন, সেই সময় তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে জমি হস্তান্তর এবং জমির চরিত্র বদল করার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই অভিযোগের ভিত্তিতেই এই সার্কল অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হল।অসমের পুলিশ সূত্রে খবর, সোমবার নুপূর বরার বাড়ি ছাড়াও বরপেটার ভাড়াবাড়িতেও অভিযান চালান অসম পুলিশের ভিজিল্যান্স এবং দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ওই অভিযানেই তাঁর বাড়ি থেকে নগদ এবং সোনা মিলিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
আরও পড়ুন-মার্কিন ভুট্টা..ভারতকে চাপে ফেলার নয়া কৌশল ট্রাম্পদের? US-এ ফিরছে চিনা ‘TikTok’?
শুধু তাই নয়, ভিজিল্যান্সের বিশেষ দল নুপূরের সহযোগী লাত মন্ডল সুরজিৎ ডেকার বাড়িতেও তল্লাশি চালায়। সুরজিৎ বরপেটায় রেভিনিউ সার্কল অফিসে কর্মরত। নুপূরের সঙ্গে হাত মিলিয়ে বেআইনিভাবে জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেও।অসমের মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘু প্রভাবিত রেভিনিউ সার্কল এলাকায় বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন অসম পুলিশের ভিজিল্যান্স শাখার সুপার রোসি কলিতা। তিনিও জানান, একাধিক দুর্নীতির সঙ্গে ওই আমলার যোগ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। এই নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।জানা গেছে, গোলাঘাটের বাসিন্দা নুপূর ২০১৯ সালে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন। বর্তমানে কামরূপ জেলার গোরোইমারিতে সার্কল অফিসার হিসাবে কর্মরত।