অবৈধ বেটিং অ্যাপ মামলায় গত সোমবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী হাজিরা দিয়েছিলেন ইডি দপ্তরে। টানা ৯ ঘন্টা জেরা করার পর মিমির বয়ানে সন্তুষ্ট হন ইডি আধিকারিকরা। এরপর মঙ্গলবার ইডির দফতরে হাজিরা দিতে পৌঁছে গিয়েছেন আরও এক টলি অভিনেতা অঙ্কুশ হাজরা। মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা বলি অভিনেত্রী ঊর্বশী রাওতেলারও।
এর মধ্যেই জানা গেল, অবৈধ বেটিং অ্যাপ মামলায় ইডির তালিকায় নাম উঠে এসেছে বলিউড অভিনেতা সোনু সুদের। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদর দপ্তরে অভিনেতাকে হাজিরা দিতে হবে। তবে শুধু সোনু নন, এই তালিকায় রয়েছে যুবরাজ সিংয়ের নামও।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
সংশ্লিষ্ট ব্যাটিং অ্যাপ সংস্থার সঙ্গে কত বছরের চুক্তি ছিল, কত টাকার বিনিময়ে চুক্তি করা হয়েছিল এবং কোন কোন শর্তে চুক্তি করা হয়েছিল, এই সবকিছুই অভিনেতার থেকে জানবেন ইডি আধিকারিকরা। তবে এই প্রথম নয়, গত বছর থেকেই ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে এই আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
বেটিং অ্যাপ মামলায় ইডির নজরে যেমন রয়েছেন রানা দাগ্গুবতি, বিজয় দেবেরকোন্ডা, প্রকাশ রাজের নাম, তেমনই অন্যদিকে রয়েছে সুরেশ রায়না এবং হরভজন সিং-এর মত একাধিক ভারতীয় ক্রিকেটারদের নামও। নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্লাটফর্মের প্রচার নিয়েই জিজ্ঞাসাবাদ করার জন্যই বারবার ডাকা হচ্ছে তারকাদের। এবার এই তালিকায় নাম জড়াল ‘গরিবের মসিহা’ সোনু সুদের।
প্রসঙ্গত, সারা দেশের প্রায় ২২ কোটি মানুষ এই বেটিং অ্যাপ ডাউনলোড করেছেন এবং প্রায় নিয়মিত ব্যবহার করেছেন, অর্থাৎ প্রায় প্রতিদিনই এই অ্যাপের মাধ্যমে বাজি খেলেন সাধারণ মানুষ। অনলাইন এই বেটিং অ্যাপের বারবাড়ন্ত আটকানোর জন্যই অবশেষে মাঠে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।