সম্প্রতি অভিনেত্রী দিশা পটানিকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবশেষে বুধবার দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকে এনকাউন্টারে খতম করেছে পুলিশ। গাজিয়াবাদে বিশেষ অভিযান চালায় পুলিশ। সেখানেই এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে। আর এনকাউন্টারের পরেই মুখ্যমন্ত্রী যোগীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রীর বাবা জগদীশ সিং পাটানি।
এক ভিডিও বার্তায় জগদীশ সিং পাটানি বলেন, 'আমি আমার এবং পরিবারের পক্ষ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানাই। তিনি যেমন আমাকে আশ্বাস দিয়েছিলেন, তেমনই অপরাধীদের খুঁজে বের করেছেন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। আজ আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে টেলিফোনে কথা বলেছি এবং তাঁকে ধন্যবাদ জানিয়েছি।উত্তরপ্রদেশ সরকার এবং পুলিশ ভয়মুক্ত সমাজের স্বপ্ন সম্পূর্ণ বাস্তবায়ন করছে।' গত ১২ সেপ্টেম্বর ভোররাতে বরেলি সিভিল লাইন এলাকায় দিশা পাটানির পৈতৃক বাড়িতে গুলি চালানো হয়। প্রায় ভোর ৩টা ৪৫ মিনিটে টানা গুলির শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। ওই সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার বাবা, অবসরপ্রাপ্ত ডিএসপি জগদীশ সিং পাটানি, মা এবং দিদি খুশবু পাটানি।ঘটনার পরপরই কানাডা-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার দায় স্বীকার করে। তার দাবি ছিল, দিশা এবং তাঁর বোন ধর্মীয় ব্যক্তিত্ব সান্ত প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্যকে নিয়ে কু-মন্তব্য করেছিলেন, সেই কারণেই এই হামলা। পোস্টে স্পষ্ট হুমকিও দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-'চরিত্রগঠন করতে শেখাবে!' স্কুলগুলিতে চলবে PM মোদীর সিনেমা, বিশেষ নির্দেশ কেন্দ্রের
জগদীশ পাটানি জানান, আক্রমণকারীরা পরপর প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। তিনি বলেন, 'ভোর সাড়ে ৩ টে নাগাদ কুকুরের ঘেউ ঘেউ শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই আক্রমণকারীরা আমাদের বাড়িতে গুলি চালাচ্ছে। তারা একটি বিদেশি পিস্তল থেকে গুলি করছিল। ট্রিগার টিপে দেওয়ার পরপরই ১০-১৫ রাউন্ড গুলি চালানো হয়। আমরা অত্যন্ত ভয় পেয়ে গেছিলাম এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দিই।' ঘটনার পর ১৪ সেপ্টেম্বর গভীর রাতে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, দিশা পাটানির পরিবারের নিরাপত্তাও তিনি নিশ্চিত করেন। সেই সময় অভিনেত্রীর বাবা জানান, 'ঘটনায় শোকপ্রকাশ করে পরিবারের সকলের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। এবং জানান, গোটা উত্তরপ্রদেশ তোমাদের পাশে রয়েছে। পাশাপাশি যোগীজি আমাদের পরিবারের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।'
আরও পড়ুন-'চরিত্রগঠন করতে শেখাবে!' স্কুলগুলিতে চলবে PM মোদীর সিনেমা, বিশেষ নির্দেশ কেন্দ্রের
এরপরেই বুধবার নয়ডা ইউনিটের উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স এবং দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট যৌথভাবে অভিযান চালায় গাজিয়াবাদে। অভিযুক্তরা গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলিতে গুরুতর জখম হয় তারা। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়।পুলিশ জানিয়েছে, মৃত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র (রোহতক) এবং অরুণ (সোনিপত)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল এবং একাধিক গুলি ভরা কার্তুজ।পুলিশ আরও জানিয়েছে, এই দুই অভিযুক্ত ছিল গোল্ডি ব্রার গ্যাংয়ের সক্রিয় সদস্য। এনকাউন্টারের সময় তারা আত্মসমর্পণ না করে পাল্টা গুলি চালায়। এরপরেই পুলিশ তাদের কাবু করে।