বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। ভারতের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদীর যাত্রা এক অনন্য অধ্যায়। গুজরাটের ভদনগর থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার গল্প অনেকের কাছে অনুপ্রেরণার। এই আবহে সিবিএসই বোর্ড (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন), কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (এনভিএস)-কে বিশেষ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
এক নির্দেশিকায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, টানা ১৭ দিন তিনটি বোর্ডের অধীন স্কুলগুলিতে চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা ‘চলো জীতে হ্যায়।' স্কুলগুলিতে পড়ুয়ারা এই সিনেমা দেখলে প্রধানমন্ত্রী মোদীর ছেলেবেলার কাহিনিতে উদ্বুদ্ধ হবে। গত ১১ সেপ্টেম্বরই সিবিএসই, কেভিএস এবং এনভিএস-র কাছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা পৌঁছে গিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ১৭ সেপ্টেম্বর অর্থাৎ, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের আগে ১৬ তারিখ থেকে স্কুলগুলিতে ‘চলো জীতে হ্যায়' সিনেমাটি দেখানো শুরু হবে। ২ অক্টোবর পর্যন্ত এটি চলবে। কেন্দ্রের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ‘এই ছবি পড়ুয়াদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনে সহায়তা করবে। ছোটদের অনুপ্রেরণা জোগাবে।'
আরও পড়ুন-'অবিলম্বে মুছে ফেলতে হবে!' প্রধানমন্ত্রীর মা'কে নিয়ে AI ভিডিও, কংগ্রেসকে বড় বার্তা আদালতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন দেশ উপলক্ষে বুধবার থেকে ‘প্রেরণা’ নামে একটি পরীক্ষামূলক শিক্ষা অভিযান চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ অভিযানটি শুরু হয়েছে ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত গুজরাটের ঐতিহাসিক ‘বর্নাক্যুলর স্কুল অফ বডনগর’ থেকে। খোদ প্রধানমন্ত্রী মোদী এই স্কুলের ছাত্র ছিলেন। এই ‘প্রেরণা’ অভিযানের অন্যতম অঙ্গ ‘চলো জীতে হ্যায়’ সিনেমা। এই অভিযানে আদিবাসী খেলাধুলা, কার্যকলাপ এবং অডিও-ভিজ্যুয়াল শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। নিড়েদেশিকে বলা হয়েছে, পড়ুয়াদের মূল্যবোধ, জীবনকাহিনী, ঐতিহাসিক প্রেক্ষাপট, নীতিগত দ্বিধা এবং মানবিক আবেগকে জীবনে আনতে সাহায্য করার জন্য সিমেমাটির প্রদর্শনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। এই সিনেমা নির্মাতাদের দাবি, এই ছবি স্বামী বিবেকানন্দের মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত, যার সার কথা হল, ‘নিজের জন্য নয়, পরের জন্য বেঁচে থাকার নামই জীবন।’
আরও পড়ুন-'অবিলম্বে মুছে ফেলতে হবে!' প্রধানমন্ত্রীর মা'কে নিয়ে AI ভিডিও, কংগ্রেসকে বড় বার্তা আদালতের
২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা ‘চলো জীতে হ্যায়' সিনেমাটি প্রথম মুক্তি পেয়েছিল। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিবৃতি অনুসারে, 'এই সিনেমাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশবের ঘটনা দ্বারা অনুপ্রাণিত।এই সিনেমার মাধ্যমে, নিঃস্বার্থতা এবং সেবার কালজয়ী বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও এই ছবি দেখানো হবে। ছবিটি শ্রেষ্ঠ ‘নন-ফিচার ফিল্ম’ হিসাবে জাতীয় পুরস্কার জিতেছে।