প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে মুছে ফেলতে হবে। কংগ্রেসকে এমনই নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। সম্প্রতি বিহার কংগ্রেস একটি এআই জেনারেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর মা-কে দেখা গেছিল। সেই নিয়ে বিরাট বিতর্ক হয়। তাঁদের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, এই অভিযোগে এফআইআর-ও দায়ের করে দিল্লি পুলিশ। এবার সেই ভিডিও নিয়ে কড়া নির্দেশ দিল পাটনা হাইকোর্ট।
বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বাজন্তরি বলেন, এই ঘটনা সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী গোপনীয়তা, আত্মমর্যাদার মতো মৌলিক অধিকার খুন্ন করেছে। কংগ্রেসকে বুধবার আদালত নির্দেশ দিয়েছে, ওই ভিডিও মুছে ফেলতে হবে সব জায়গা থেকেই এবং ওই ভিডিও যাতে আর ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে কঠোরভাবে। কংগ্রেসের বিহার শাখা এই ভিডিওটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল।নির্বাচন কমিশনের আইনজীবী সিদ্ধার্থ প্রসাদ বলেন, 'আদালত ভিডিওটি অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি রাহুল গান্ধী, ফেসবুক, এক্স এবং গুগলকেও নোটিশ জারি করেছে। গত ১০ সেপ্টেম্বর কংগ্রেসের বিহার শাখা ৩৬ সেকেন্ডের এই ভিডিও পোস্ট করেছিল, যেখানে 'এআই জেনারেটেড' লেখা ছিল। ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তাঁর প্রয়াত মায়ের স্বপ্ন দেখছেন। স্বপ্নে তাঁর মা আসন্ন বিহার বিধানসভা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর মোদীর রাজনৈতিক কার্যকলাপের সমালোচনা করছেন।
আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠে গেরুয়া শিবির। ব্যক্তি আক্রমণ, অপমান নিয়ে সুর চড়ান বিজেপি নেতারা। তারা অভিযোগ করে, কংগ্রেস প্রধানমন্ত্রীকে নিশানা করতে এই ধরনের ‘লজ্জাজনক’ কৌশল অবলম্বন করছে। তারা আরও দাবি করে, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্ররোচনা সৃষ্টির জন্যই এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। মামলা গড়ায় আদালতে। যদিও কংগ্রেসের দাবি, ভিডিওটিতে প্রধানমন্ত্রী বা তাঁর প্রয়াত মায়ের প্রতি কোনও অসম্মান দেখানো হয়নি। এদিকে, বিজেপির দিল্লি নির্বাচন সেলের আহ্বায়ক সঙ্কেত গুপ্তার অভিযোগের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দিল্লি পুলিশ কংগ্রেস এবং তাদের আইটি সেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। নর্থ অ্যাভিনিউ থানায় দায়ের করা ওই অভিযোগে বলা হয়, ভিডিওটি মানহানিকর এবং এটি প্রধানমন্ত্রী মোদীর মায়ের মর্যাদা ক্ষুণ্ন করেছে। পাশাপাশি, এটি সকল মায়েদের প্রতিও অপমানজনক।এর আগে, প্রধানমন্ত্রী মোদীর মা' কে নিয়ে কুকথার প্রতিবাদে ক্ষুব্ধ হয়েছিল বিজেপি। অভিযোগ উঠেছিল হাত শিবিরের বিরুদ্ধেই।