বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লির সাথে সম্পর্ক নিয়ে ফের মুখ খুলেছেন। উল্লেখ্য, এই মুহূর্তে ভারত ও আমেরিকার মধ্যে চলছে বাণিজ্য আলোচনা। এদিকে, ট্রাম্প বর্তমানে রয়েছেন উইকে-তে। সেখানেই তিনি সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে ফের মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেন। ট্রাম্প ফের জানান, যে তিনি ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ।
সদ্য প্রধানমন্ত্রী মোদীর ৭৫ তম জন্মদিনে ফোন করে তাঁকে শুভেচ্ছা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউকেতে সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৃহস্পতিবার ব্রিফিংয়ে ট্রাম্প বলেন,'আমি ভারতের খুব কাছের। আমি ভারতের প্রধানমন্ত্রীর খুব কাছের। আমি অন্যদিন তার সাথে কথা বলেছি। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনিও একটি সুন্দর বিবৃতিও দিয়েছেন।' মোদার তরফে ধন্যবাদমূলক এক্সপোস্ট আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন,'আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা দারুন ফোনালাপ হল। আমি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম! তিনি অসাধারণ কাজ করছেন। নরেন্দ্র: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ! রাষ্ট্রপতি ডিজেটি।' এর আগে প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বাণিজ্য আলোচনার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় বলেন, ভারত 'ভারত-মার্কিন ব্যাপক ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার' জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
( Good Luck Astrology: দুর্গাপুজো ২০২৫র আগেই সমসপ্তক যোগ তৈরি! কপাল খোলার লিস্টে কারা?)
এদিকে চিন ইস্যুতেও মুখ খোলেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, শুক্রবারই সম্ভবত ফোনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-র সঙ্গে কথা বলতে চলেছেন ট্রাম্প। এক্ষেত্রে চিনা অ্যাপ টিকটকের প্রশংসাও ট্রাম্পের তরফে আসে। টিকটক নিয়ে ডিল চূড়ান্ত করার ক্ষেত্রে এই ফোনালাপ বেশ তাৎপর্যপূর্ণ। ট্রাম্প বলেন, এই অ্যাপ ' নতুন প্রজন্মের কাছে' বশ জনপ্রিয়। অন্যদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন,'আমি ভেবেছিলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো সবচেয়ে সহজ ছিল কিন্তু পুতিন আমাকে হতাশ করেছেন। আমি ভেবেছিলাম এটি সবচেয়ে সহজ হতে পারে। আপনি জানেন, আমরা ইজরায়েল এবং গাজার সমাধানের জন্য কাজ করছি, আমরা অনেক সংঘাত সমাধানের জন্য কাজ করছি, আমরা ইজরায়েল-গাজা সমাধান করব, একইভাবে, রাশিয়া এবং ইউক্রেনও শেষ হবে, কিন্তু যুদ্ধে আপনি কখনই জানেন না।'