এ যেন গুরুকে ছাপিয়ে গেলেন শিষ্য। হতাশ করলেন নীরজ চোপড়া। হতাশ করলেন নীরজকে হারানো আর্শাদও। কিন্তু এর মধ্যেই আশার আলো জাগালেন নীরজকে দেখে উদ্বুদ্ধ হওয়া বছর পঁচিশের যুবক সচিন যাদব। অল্পের জন্য মেডেল হাতছাড়া হলেও সচিন আজ খেলা শেষ করেছেন চতুর্থ স্থানে। আর সেখান থেকেই অসংখ্য ভারতীয় ক্রীড়াপ্রেমীর মনে জেগেছে আশার আলো।
আরও পড়ুন - '১৮০ করতে পারি', ভারতকে ‘হুমকি’ UAE-র বিরুদ্ধে ১৫০ পার করতে না পারা পাকিস্তানের
টোকিওতে উলটপুরাণ
জ্যাভেলিন থ্রোয়িংয়ে একদিন ভারতকে সোনা এনে দিয়েছিল নীরজ চোপড়া। সেই নীরজকে হারিয়েছিল আর্শাদ নাদিমও। কিন্তু আজ দুজনকেই টোকিও অলিম্পিক্সে দেখাল বেশ কিছু নিষ্প্রভ। তাদের একরকম ম্লান করে দিয়েই চতুর্থ স্থান দখল করে নিল সচিন যাদব। খুব অল্পের জন্যই তিনি বিশ্বচ্যাম্পিয়নশিপের পদক হাতছাড়া করলেন। মাপটা মাত্র ৪০ সেন্টিমিটার।
আরও পড়ুন - সান্ত্বনা পুরস্কার! হ্যান্ডশেক বিতর্কে ইউ-টার্ন ICC-র, সাময়িক স্বস্তি পাকিস্তান
কতটা তফাত ছিল দুজনের
টোকিও অলিম্পিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নীরজ সচিনের থেকে অনেকটা পিছনে ছিলেন। কিন্তু হলে কী হবে? বছর পঁচিশের সচিনের আদর্শ নীরজও। তাঁকে দেখে খেলার জন্য অনুপ্রেরণা পাওয়া, তাঁকে দেখেই উত্থান। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচে সচিনের থ্রো ছিল ৮৬.২৭ মিটার। অন্যদিকে নীরজের থ্রো ছিল ৮৪.০৩ মিটার। অর্থাৎ প্রায় ২ মিটার কম। অন্যদিকে নীরজকে হারানো আর্শাদ নাদিমের সেরা থ্রো রেঞ্জ ছিল আরও কম, ৮২.৭৫ মিটার।
২০২১ সালের কথা
প্রসঙ্গত, ২০২১ সালে এই টোকিও অলিম্পিক্সেই সোনা জিতে ইতিহাস গড়েছিলেন দেশের গর্ব নীরজ চোপড়া। ২০২৫ সালে সেই টোকিও তাঁকে ফেরাল অষ্টম স্থান থেকে। ফাইনালে পৌঁছেও পঞ্চম থ্রোয়ের পর তাঁকে ম্যাচ ছেড়ে বেরিয়ে যেতে হয়। অন্যদিকে নীরজকে হারানো আর্শাদ নাদিম খারাপ থ্রোয়ের কারণে আরও আগেই বাদ পড়ে যান খেলা থেকে।
ভারতের কপালে জ্যাভেলিন কোনও পদক উপহার দিতে না পারলেও এই দিন উপহার দিয়েছে সচিন যাদবকে। খেলার পর থেকেই জ্যাভেলিনের সচিনকে নিয়ে উত্তাল ক্রীড়াপ্রেমীরা। তাঁর থ্রো স্টাইল ও খেলা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।