ইতিমধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কারণ দুর্গা পুজোর বাকি মাত্র কয়েকটা দিন। আর কটা দিন পরই মহালয়া। পুজো মানেই সাদা কাশফুল, পেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ আর মহালয়ার ভোর। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠে ‘মহিষাসুরমর্দ্দিনী’। এই ‘মহিষাসুরমর্দ্দিনী’ না শোনা হলে বাঙালির শারদীয়া শুরুই হয় না।
আরও পড়ুন: গর্ভাবস্থায় মাকে সহ্য করতে হয়েছে অত্যাচার, কাকা অনু মালিককে নিয়ে বিস্ফোরক অমল
তবে বর্তমান সময় কিছুটা বদলেছে। বর্তমান যুগের নব তম সংযোজন হল টেলিভিশনের ‘মহিষাসুরমর্দ্দিনী'। বিভিন্ন টিভি চ্যানেলে মহালয়ার ভোরে 'মহিষাসুরমর্দ্দিনী' দেখানো হয়। সেখানেও থাকে নানা চমক। দেবী দুর্গার মহিষাসুরমর্দ্দিনী রূপ ছাড়াও আরও বেশ কয়েকটি রূপের গল্প তুলে ধরা হয়। তাই দেবীর মর্তে আগমন মানেই এখন রেডিয়োর পাশাপাশি টেলিভিশনের মহিষাসুরমর্দ্দিনী নিয়েও দর্শকরা যথেষ্ট উদগ্রীব থাকেন। তাই দর্শক চমক দিয়ে মহিষাসুরমর্দ্দিনীর প্রথম প্রোমো প্রকাশ্যে আনল জি বাংলা সোনার। জি বাংলা সোনার এই বিশেষ অনুষ্ঠানের নাম রেখেছে, ‘দ্বাদশ রূপে দুর্গা’।
আরও পড়ুন: সাত ঘণ্টা কাজের দাবি-সহ আর কী কী কারণে ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকে সরে দাঁড়ালেন দীপিকা?
এবার জি বাংলায় ‘মহিষাসুরমর্দ্দিনী’ রূপে দেখা যাবে ইধিকা পালকে। তাছাড়াও বর্তমানে জি বাংলার যে সব মেগা চলছে সেই সব মেগার নায়িকাদেরও দেবীর নানা রূপে দেখা যাবে। তবে জি বাংলায় টানা কয়েক বছর ধরে টানা দেখা যেত শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে এবার এই বদলে একদল যেমন খুশি, আবার কিছু দর্শকদের মনে একটু খারাপ লাগাও তৈরি হয়েছিল।
আরও পড়ুন: ‘কুচ কুচ হোতা হ্যায়'তে শাহরুখ অভিনীত চরিত্র রেড ফ্ল্যাগ প্রসঙ্গে মুখ খুললেন কাজল!
তবে সেই মন খারাপ ঘুচিয়ে দিল এবার জি বাংলা সোনার মহিষাসুরমর্দ্দিনীর প্রোমো। সেখানে দেখা গেল এবার জি বাংলা সোনারে মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাছাড়াও দেবীর নানা রূপে থাকবেন দিতিপ্রিয়া রায়, সুস্মিতা দে, শ্রীপর্ণা রায়, ইধিকা পাল, স্বস্তিকা দত্তরা। মহিষাসুরের ভূমিকায় থাকবেন ধ্রুবজ্যোতি সরকার।
তবে এই মহিষাসুরমর্দ্দিনীর এবছর শ্যুটিং হয়নি। এর আগে শুভশ্রী বহু বার জি বাংলায় মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় অভিনয় করেছেন। তার মধ্যে একটি এবার মহালয়ার ভোরে দেখা যাবে। ২১ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় দেখা যাবে এই মহিষাসুরমর্দ্দিনী। এর প্রোমো দেখে দর্শকরাও দারুণ খুশি।