বলিউডের অন্যতম সঙ্গীত পরিচালক অনু মালিকের ভাইপো অমল মালিক সম্প্রতি যোগদান করেছেন বিগ বসের নতুন সিজনে। বিগ বসের ঘরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে নিজের পরিবারের অজানা কথা তুলে ধরেননি অমল। কীভাবে তাঁর মাকে গর্ভাবস্থায় একের পর এক অত্যাচার সহ্য করতে হয়েছিল সেই বিষয় নিয়ে মুখ খুললেন অমল।
বিগ বসের ঘরে বাসির আলির সঙ্গে নিজের পরিবার নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমার কাকা, আমার বাবাকে দিয়ে জোর করে একটি রেকর্ডিং করেছিলেন। সেই গান যেটি বহু বছর আগে উদিত নারায়ণের গলায় গাওয়া হয়েছিল। বাবা সেই বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেননি।’ এই গোটা ঘটনায় শুধু কাকাকে নয়, কাকিমাকেও দায়ী করেন অমল।
আরও পড়ুন: আলিয়া-অনন্যার পর কি এবার নিসা দেবগনকে বলিউডে লঞ্চ করছেন করণ জোহর? জবাব মা কাজলের
আরও পড়ুন: ‘বন্ধুত্ব বিচ্ছেদ’ নিয়ে পোস্ট অনন্যার! শাহরুখ-কন্যা সুহানার সঙ্গে ঝগড়া হল নাকি?
অমল বলেন, ‘একবার জুহুতে প্রচুর জল জমেছিল তখন আমার বয়স মাত্র ৭ বছর। ওই জায়গাটা তখন ভীষণ নিচু ছিল বলে মাঝেমধ্যেই জল জমে থাকতো। একদিন কাকা গাড়ি করে আমার সামনে দিয়ে যাচ্ছিলেন, আমরা অনেকবার ডাকার পরেও তিনি শুনতে পান না। ইচ্ছা করেই আমাদের রাস্তায় ছেড়ে দিয়ে চলে যান। ঘটনাটি যখন বাড়িতে এসে বলি তখন ভীষণ অশান্তি তৈরি হয় বাড়িতে।’
অমল আরও বলেন, ‘আমি হয়তো এখন খুবই আক্রমণাত্মক ভাবে কথা বলি কিন্তু ছোট থেকেই এই ঘটনা আমার মনের ওপর প্রভাব ফেলেছে। আমার মা যখন গর্ভবতী ছিলেন, তখন বিভিন্নভাবে মাকে কটুক্তি করা হতো। যৌথ পরিবারে থাকার জন্য অনেক কাজ করতে হতো মাকে। একদিনের জন্যও বিশ্রামে পায়নি মা, যার ফলে আমার ওপরেও প্রভাব পড়েছে।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, বিগ বসের মঞ্চে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেওয়ায় অমল মালিকের সমালোচনা করেন ভাইজান। এর মধ্যেই অমলকে বাড়ির সমস্ত দায়ভার দেওয়া হলে দেখা যায় তিনি কোনও কিছুই ঠিকমতো পালন করতে পারছেন না। অমলের কথা শুনতে নারাজ বিগ বসের অন্যান্য প্রতিযোগীরা, যার ফলে বিপাকের পরেন অমল।