পুজোর গান ছাড়া যেন দুর্গাপুজো একেবারেই অসম্পূর্ণ। একদিকে যেমন অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ডের ‘এই মা দুর্গা এদিক আয়’, গানটি মুক্তি পেয়েছে তেমন অন্যদিকে যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজিত সংস্থার প্রথম পুজোর গান মুক্তি পেয়েছে।
এই সব ইউনিক গানের মধ্যে এবার মুক্তি পেল জি বাংলার এই বছরের পুজোর গান। জি বাংলার পুজোর গান মানেই ধারাবাহিকের কলাকুশলীদের সুন্দর উপস্থিতি। প্রতিবছরই কিছু জুটি পাল্টাতে দেখতে পাওয়া যায়। পুরনো জুটি পাল্টে আসে নতুন জুটি। এবারেও তার অন্যথা হল না।
আরও পড়ুন: আলিয়া-অনন্যার পর কি এবার নিসা দেবগনকে বলিউডে লঞ্চ করছেন করণ জোহর? জবাব মা কাজলের
আরও পড়ুন: ‘বন্ধুত্ব বিচ্ছেদ’ নিয়ে পোস্ট অনন্যার! শাহরুখ-কন্যা সুহানার সঙ্গে ঝগড়া হল নাকি?
গানের শুরুতেই দেখা যায় ‘কুসুম’ ধারাবাহিকের তন্নিস্কা এবং সপ্তর্ষির জুটিকে। প্রদীপের আলো জ্বালিয়ে প্রথম গানের সূচনা করেন তাঁরা। এরপরই আসে জগদ্ধাত্রী ধারাবাহিকের অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়কে। সকলের প্রিয় এই জুটি যেন এবারও নজর কেড়েছে।
কনীনিকার উপস্থিতির পাশাপাশি এই গানে দেখতে পাওয়া গিয়েছে নবাগত দুই জুটি সাইনা-সোমরাজ এবং মৈনাক- নন্দিনীকে। পিছিয়ে ছিলেন না ‘আমাদের দাদামণি’ প্রতীক সেন এবং অনুষ্কা চক্রবর্তীও। চলতি বছরের দুর্গাপুজোর গানে যেন ছিল একাধিক নতুন জুটির সমারোহ।
নতুনদের পাশাপাশি দেখা গিয়েছে পুরনো জুটিদেরও। অন্বেষা থেকে শুরু করে মোহনা ছিলেন সকলেই। ছিলেন আরাত্রিকা এবং শ্রুতিও। ফের একবার নজর কেড়েছেন আবিরও। তবে এই বছর যাকে একেবারে একা দেখতে পাওয়া গেল গানের মাঝে, তিনি হলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের দিতিপ্রিয়া।
পুজোর এই গানের জি বাংলা ক্যাপশনে লেখে, ‘পুজোর গন্ধে, আগমনীর ছন্দে, আসুন যাই ভেসে! মন ভরানো পুজোর গানের জীবনে লাগুক খুশির রঙ! ঢাকের তালে, কাশের দোলে, আসুন সব ভাবনা ভুলে, মাস জুড়ে মাতি শারদ সুরে!’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
জি বাংলার তরফ থেকে এই গানটি প্রকাশ্যে আসার পরেই গানটি নিয়ে যতটা না উন্মাদনা তৈরি হয়েছে তার থেকে বেশি প্রশ্ন তৈরি হয়েছে জিতু কমলের অনুপস্থিতি নিয়ে। প্রত্যেকে যেখানে জুটি বেঁধে রয়েছেন সেখানে কেন দিতিপ্রিয়া একা রয়েছেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে।