এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। ফের একবার বেঙ্গল টপার পরশুরাম। ৬.৫ রেটিং পেয়ে সবার আগে। গত সপ্তাহে পরিণীতার কাছে হেরে গিয়েছিল পরশুরাম। তবে এবার পরিণীতা (৬.৩) নেমে এসেছে দ্বিতীয় স্থানে। আর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজরাজেশ্বরী রাণী ভবানী।
তৃতীয় স্থানে এই মুহূর্তে বাংলার সবচেয়ে পুরনো মেগা জগদ্ধাত্রী। প্রাপ্ত রেটিং মাত্র ৬.১। এদিকে চতুর্থ স্থানে ফের একসঙ্গে তিনটে মেগা, ফুলকি, চিরসখা আর রঙামতি তীরন্দাজ। তিনটে মেগারই প্রাপ্ত রেটিং ৬.০।
আর পঞ্চম স্থানেও দুটি মেগা একসঙ্গে। আমাদের দাদামণি ও চিরদিনই তুমি যে আমার। দুটো মেগার রেটিং এল ৫.৮।
দেখে নিন টিআরপি-র সেরা ১০ তালিকা
প্রথম: পরশুরাম (৬.৫)
দ্বিতীয়: পরিণীতা, রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৩)
তৃতীয়: জগদ্ধাত্রী (৬.১)
চতুর্থ: ফুলকি/ চিরসখা/ রাঙামতি তীরন্দাজ (৬.০)
পঞ্চম: আমাদের দাদামণি/ চিরদিনই তুমি যে আমার (৫.৮)
ষষ্ঠ: জোয়ার ভাঁটা (৫.২)
সপ্তম: কথা (৫.১)
অষ্টম: লক্ষ্মী ঝাঁপি/ তুই আমার হিরো (৪.৫)
নবম: অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min)/ কনে দেখা আলো (৪.৩)
দশম: কুসুম (৪.০)
চলতি সপ্তাহেই এসেছে জোয়ার ভাঁটা-র প্রথম রেটিং। ৫.২ পেয়ে ষষ্ঠ স্থানে আরাত্রিকা ও শ্রুতি মেগা। দুই বোনের গল্প ইতিমধ্যেই বেশ পছন্দ করছেন দর্শকরা। এখন দেখার পরবর্তীতে নম্বর আরও বাড়ে কি না! নতুনদের মধ্যে লক্ষ্মী ঝাঁপি-র রেটিং ৪.৫। আর কনে দেখা আলো-র রেটিং ৪.৩।
নন ফিকশনের মধ্যে প্রথম টিআরপি এল সারেগামাপা-র নতুন সিজনের। গ্র্যান্ড ওপেনিংয়ের রেটিং এল ৫.৯।