‘মেলার গান’ মুক্তি পাওয়ার পর অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলি গান ইজম’ কিছুদিন আগেই নতুন একটি গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলেছিল ঝড়। এবার মুক্তি পেল চলতি বছরের নতুন এবং অনবদ্য দুর্গাপুজোর গান। এই গানের মাধ্যমে শুধু মা দুর্গাকে আহবান করা হয়েছে তা নয়, বর্তমান পরিস্থিতিতে সমানে ঘটতে থাকা অন্যায়ের বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন অভিনেতা।
মাত্র কয়েকদিন আগে গানটির একটি ঝলক প্রকাশ্যে এসেছিল যেখানে দেখা গিয়েছিল, আর পাঁচটা দুর্গাপুজোর গানের মতো নয় বরং একেবারে অন্যরকম একটি পটভূমিতে তৈরি করা হয়েছে এই গানটিকে। মা দুর্গাকে একেবারে ঘরের মেয়ে হিসেবে দেখানো হয়েছে গানের মধ্যে।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
গানের টিজার মুক্তি পাওয়ার পর এবার মুক্তি পেল অনির্বাণ ভট্টাচার্যের দুর্গাপুজোর গানটি। এই গানের মধ্যে অভিনেতা তুলে ধরার চেষ্টা করেছেন এই সমাজের দলিত মানুষের কথা। যে কৃষক সম্প্রদায় গোটা দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের কথা তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের কথা। মোট কথা, এই গানটি শুধু পুজোর গান নয়, এই গানটি প্রত্যেকটি সাধারণ মানুষের মনের গান।
দুর্গাপুজোর এই নতুন গান নিয়ে অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘এই গানটি সেই সমস্ত মানুষের জন্য তৈরি করা হয়েছে যারা প্রতিনিয়ত লড়াই করছে এবং বিশ্বাস রেখেছে নিজেদের ওপর। আমরা এই গানের মাধ্যমে সবাইকে শিকড়ের সঙ্গে যুক্ত করতে চেয়েছি।’
এই গান প্রসঙ্গে দেবরাজ ভট্টাচার্য বলেন, ‘সংগীত এমন একটি বিষয় যা প্রত্যেক মানুষকে একত্র হতে সাহায্য করে। সেই গান যদি পুজোর গান হয়, তাহলে সেই গানের তালে তালে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের কাছাকাছি আসে। আমরা এই গানের মাধ্যমে সেই চেষ্টাই করেছি।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
গান প্রসঙ্গে শুভদীপ গুহ বলেন, ‘এই গানটির প্রত্যেকটি মিউজিক এ আমরা দেশের সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা চেয়েছি সাধারণ মানুষের পটভূমিকে সকলের সামনে নিয়ে আসতে। এই গান প্রত্যেকটা মানুষের গান।’
প্রসঙ্গত,চলতি মাসের গোড়ার দিকে অনির্বাণ ভট্টাচার্য তাঁর নতুন গানের মাধ্যমে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন নেট পাড়ায়। কুনাল ঘোষ থেকে শুরু করে দিলীপ ঘোষ, একাধিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছিল অনির্বাণের ব্যান্ডের গানের মাধ্যমে।