সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে বড় বড় করে লেখা, খুঁজেছি তোকে রাত বেরাতে। তবে শুধু ওয়েব সিরিজের নাম লেখা রয়েছে তা নয়, আরও অনেক খুঁটিনাটি তথ্য উঠে এসেছে এই একটি ছবির হাত ধরে।
ছবি থেকে স্পষ্ট, ওটিটি প্লাটফর্ম আড্ডা টাইমসে দেখা যাবে এই সিরিজটি। সুরেন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে এই নতুন সিরিজ। পরিচালনার দায়িত্ব রয়েছেন অভিমুন্য মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন সুদীপ সেন এবং ডিওপি - এর দায়িত্ব সামলেছেন রম্যদীপ সাহা।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এরপর অনেক ভালোবাসা এবং রং নিয়ে খুজেছি তোকে রাত বেরাতে। চলো শুরু করা যাক।’ যদিও তিনি এই সিরিজে কোন ভূমিকায় অভিনয় করছেন বা তাঁর চরিত্র নিয়ে তিনি কিছুই জানাননি এই পোষ্টের মাধ্যমে।
তবে এই ছবিটি দেখে অনুরাগীদের মনে যতটা আনন্দ হয়েছে তার থেকেও বেশি হয়েছে দুশ্চিন্তা। ছবিতে শুধু স্ক্রিপ্টের ছবি রয়েছে তা কিন্তু নয়, এই ছবিতে দেখা যাচ্ছে একগুচ্ছ ওষুধ। ছবি থেকে স্পষ্ট, শারীরিক অসুস্থতা সত্ত্বেও নতুন কাজ শুরু করেছেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কী হল স্বস্তিকার?

ঘনিষ্ঠ মহল থেকে শুনতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন শারীরিক সমস্যায় বেশ কয়েক মাস ধরেই ভুগছেন অভিনেত্রী। এর মধ্যেই আবার কিছুদিন আগে অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। সব মিলিয়ে বেশ ভালোই অসুস্থ স্বস্তিকা তবে সেই সব কিছু পেছনে ফেলেই নতুন উদ্যমে তিনি ফিরতে চলেছেন কাজে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, উজান চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ছবির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করতে করতেই আচমকা কর্নিয়ায় আঘাত লাগে স্বস্তিকার। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তিও থাকতে হয় তাঁকে। তবে যে অসুস্থতাই হোক না কেন তিনি যে সবকিছু সহ্য করেই কাজ করবেন সে ইঙ্গিত তিনি আগেই দিয়ে দিয়েছিলেন একটি পোস্টের মাধ্যমে।