১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ খান, সলমন খান এবং কাজল অভিনীত 'কুচ কুচ হোতা হ্যায়' ছবিটিকে ৯০-এর দশকের সেরা ছবিগুলির মধ্যে একটি হিসেবে মনে করা হয়। ছবিতে শাহরুখ এবং কাজলের বন্ধুত্ব এবং পরবর্তীতে তাঁদের প্রেম দর্শকদের মনে আজও অমলিন। তবে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই বর্তমানে এই ছবিতে শাহরুখ খানের চরিত্রটিকে ‘রেফ ফ্ল্যাগ’ বলে মনে করেন। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ছবিটির বেশ কিছু ভুল ত্রুটিও তুলে ধরেছেন। এবার কাজলও শাহরুখ খান অভিনীত এই চরিত্রকে 'রেড ফ্ল্যাগ' বলেও মন্তব্য করেছেন।
আরও পড়ুন: দিল্লির বিখ্যাত লব কুশ রামলীলায় মন্দোদরীর চরিত্রে অভিনয় করতে চলেছেন পুনম! জানেন রাবণ কে?
আরও পড়ুন: আলিয়া-অনন্যার পর কি এবার নিসা দেবগনকে বলিউডে লঞ্চ করছেন করণ জোহর? জবাব মা কাজলের
আরও পড়ুন: ‘বন্ধুত্ব বিচ্ছেদ’ নিয়ে পোস্ট অনন্যার! শাহরুখ-কন্যা সুহানার সঙ্গে ঝগড়া হল নাকি?
শুভঙ্কর মিশ্রকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে, কাজল শাহরুখ খান অভিনীত চরিত্রটি একজন প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেন। কাজলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, যদি তিনি ছবিটি লিখতেন, তাহলে শাহরুখ খান তাকে যেভাবে ছেড়ে চলে গিয়েছিলেন, তা দেখে কি তিনি শেষ পর্যন্ত তাঁকে বিয়ে করতেন? কাজল বলেন, ‘কুছ কুছ হোতা হ্যায় সেই সময়ের জন্য উপযুক্ত ছিল। আজকাল মানুষ যেমন বলে, ওই চরিত্রটা একটা রেড ফ্ল্যাগ ছিল।’
আরও পড়ুন: 'কল্কি ২৮৯৮ এডি' থেকে বাদ পড়লেন দীপিকা! কেন প্রভাস-অমিতাভের ছবিতে দেখা যাবে না তাঁকে?
আরও পড়ুন: ফ্ল্যাট খুঁজছেন? হদিশ দেবেন ‘প্রোমোটার বৌদি’ স্বস্তিকা, আসল ব্যাপার কী?
আরও পড়ুন: এল জোয়ার ভাঁটা-র ১ম টিআরপি! বিজয়ী পরশুরাম, পরিণীতা-রাণী ভবানীরা কত নম্বরে?
কাজল বলেন, যদি তিনি বর্তমান সময়ে এই ছবিটি বানাতেন, তাহলে তিনি শারুখক খানের চরিত্র অর্থাৎ 'রাহুল'কে কোনও শাড়ি পরা মেয়েটির প্রেমে পড়তে দিতেন না। যে মেয়েটি সত্যিই তাকে চায়, যে তাঁর সঙ্গে ওয়ার্কআউট পোশাক পরে এবং বাস্কেটবল খেলে তা প্রেমে পড়াতেন। কাজল বলেন, তিনি সম্ভবত ছবিতে এই পরিবর্তনগুলি আনতেন।
কাজল আরও জানান, 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে অনেক সুন্দর জিনিসও ছিল। শুভঙ্কর বলেন, ছবিতে সলমন খান 'অঞ্জলি'র মায়ের সঙ্গে নাচছেন এমন দৃশ্যটি তাঁর খুব ভালো লেগেছিল। কাজল এই দৃশ্যের জন্য সলমন খানকে ‘গ্রীন ফ্ল্যাগ’ও বলেছেন।