অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের থেকেও বেশি কষ্ট দেয়। যা অনলাইনে কৌতূহলের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভাবছেন অনন্যা এবং তার সেরা বন্ধু সুহানা খান, শানায়া কাপুর এবং নব্যা নেভলি নন্দার মধ্যে সব কিছু ঠিক আছে কি না।
অনন্যা ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুদের দূরে সরে যাওয়া নিয়ে একটি উক্তি রি-শেয়ার করেছেন। উক্তিটি বলে, ‘বন্ধুত্বের বিচ্ছেদ কখনও কখনও প্রেমের বিচ্ছেদ থেকেও বেশি কষ্ট দেয়।’ এর সঙ্গে একটি ভাঙা হৃদয়ের লকেটের ছবি ছিল যা দুটি টুকরোতে ভাগ হয়ে গিয়েছে, প্রতিটি অর্ধেক একটি চেইনে ঝুলছে। হৃদয়ের বাম দিকে লেখা আছে ‘BEST’ এবং ডান দিকে লেখা আছে ‘FRIENDS’। এর একটি স্ক্রিনশট রেডিটে পোস্ট করা হয়েছে যেখানে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং কিছু লোক ভাবছে অনন্যা কি সুহানা, শানায়া বা নব্যার সঙ্গে তাঁর বন্ধন সম্পর্কে বলছেন?
কেউ লিখেছে, ‘এটা কি শানায়া?’ আরেকজনের মন্তব্য, ‘সুহানা খান হওয়ার সম্ভাবনাও প্রবল’! আরেকটি মন্তব্যে লেখা হয়, ‘আমাদের সকলেরই বন্ধুত্বের বিচ্ছেদ হয়েছে, সেলিব্রিটিদেরও… এই নিয়ে এত কৌতুহল দেখিয়ে লাভ কী!’ জবাবে একজন লেখেন, ‘তিনিই নিশ্চয়ই নিজের ভক্তদের কিছু জানাতে চান, নয়তো কেন পোস্ট করবেন।’ আরেকজন আবার লেখেন, ‘ওরিও হতে পারে!’
বলিউডে প্রবেশ করার পর থেকেই অনন্যা বলে আসছেন যে তিনি সুহানা, নব্যা নভেলি নন্দা এবং শানায়ার সঙ্গে ঘনিষ্ঠ। ভোগ ইন্ডিয়ার সঙ্গে একটা আলাপচারিতায় অনন্যা বলেছেন, ‘আমি যতই ব্যস্ত থাকি না কেন, খাবার বা মিম নিয়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানো একটি তাত্ক্ষণিক প্রতিকার। আমার দুটি গ্রুপ চ্যাট আছে: একটি সুহানা, শানায়া এবং আমার সাথে, যার নাম ‘Ananya’s Fans’, এবং অন্যটি আমার ১৪ বছরের স্কুল বন্ধুদের সঙ্গে, যার নাম ‘Oz’, যা আমরা একসঙ্গে দেখা প্রথম সিনেমার নামানুসারে।’
অনন্যাকে শেষবার দেখা গিয়েছে ঐতিহাসিক নাটক ‘কেশরী চ্যাপ্টার ২’-তে। অক্ষয় কুমার এবং আর. মাধবনের সঙ্গে, পরিচালক করণ সিং ত্যাগী। ছবিটি দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকে প্রশংসা পেয়েছে। তিনি এখন ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবির শুটিং শেষ করেছেন, যা কর্তিক আরিয়ানের সঙ্গে তাঁর দ্বিতীয় সহযোগিতা, তাঁদের হিট ছবি ‘পতি পত্নী ওর ওহ’-এরপর।