শাহরুখ খানের ছেলে আরিয়ান খান তার পরিচালনায় নির্মিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ছবির মাধ্যমে শোবিজে পা রাখছেন। বুধবার মুম্বইতে হওয়া ঝাঁ চকচকে প্রিমিয়ারে আলিয়া ভাট, কাজল, ভিকি কৌশল-সহ অনেক তারকা উপস্থিত ছিলেন। এখন, সেই অনুষ্ঠানের একটি হৃদয়স্পর্শী ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে ববি দেওলের চেষ্টায় মিডিয়ার সামনে সবসময় গম্ভীর থাকা আরিয়ান খানকে হাসতে দেখা গিয়েছে।
আরিয়ানের গম্ভীর মুখ দীর্ঘদিন ধরে অনুরাগীদের কৌতূহলের বিষয় ছিল। কিন্তু ব্যাডাস অফ বলিউডের প্রিমিয়ারের রাতে ববির জন্য তা বদলে গেল। সোশ্যাল মিডিয়ায় প্রিমিয়ারের রাতের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে আরিয়ানকে ববির সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। টিম যখন ছবি তুলছিল, তখনও আরিয়ান ভীষণ গম্ভীর। হাসি ফোটাতে ববি নিজেই এগিয়ে এলেন। তিনি আরিয়ানকে ধাক্কা দিয়ে বড় করে হাসি দেখালেন। এরপর আরিয়ান ক্যামেরার জন্য হাসলেন।
আরিয়ানের বিরল হাসির মুহূর্তে ইন্টারনেটে খুব ভাইরাল। একজন লেখেন, ‘হাসলে তাঁকে তো সত্যিই খুব সুন্দর দেখায়।’ আরেকজন লেখেন, ‘দেখে মনে হচ্ছে বেচারা খুব চাপে আছে।’
শোবিজে প্রবেশের জন্য আরিয়ান একটি ভিন্ন পথ বেছে নিয়েছেন। তাঁর বাবা শাহরুখের মতো অভিনয়ে আসার পরিবর্তে, আরিয়ান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নেটফ্লিক্সে ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। প্রিমিয়ারে হাজির ছিল গোটা পরিবার– শাহরুখ খান, স্ত্রী গৌরী খান, বোন সুহানা খান এবং ছোট ভাই আব্রাম খান উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে তাঁর চর্চিত প্রেমিকা এবং ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী লারিসা বোনেসিও উপস্থিত হয়েছিলেন।
এছাড়াও বলিউড থেকে আলিয়া ভট্ট, কাজল, অজয় দেবগণ, রণবীর কাপুর, ভিকি কৌশল, করণ জোহর, ফারহা খান এবং মনোজ পাওয়াও উপস্থিত ছিলেন। আরিয়ান রচিত ‘দ্য ব্যাডস অফ বলিউড’ রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত। এই সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, মনোজ পাওয়া, মোনা সিং, মনিশ চৌধুরী, রঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি, রাজত বেদী এবং গৌতমী কাপুর।