সাহিত্যিক দীপান্বিতা রায়ের অন্তর্ধানের নেপথ্যে উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করতে চলেছেন অরিন্দম শীল। ছবির নাম কর্পূর। এই সিনেমায় রয়েছে একাধিক বড় চমক। যে এমন রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু, অভিনয় করতে দেখা যাবে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে।
‘কর্পূর’ ছবির মুক্তির তারিখ ঘোষণা না করা হলেও এবার মুক্তি পেল ছবির মোশন পোস্টার। মোশন পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে, একটি জ্বলন্ত দেশলাই কাঠি দিয়ে জ্বালানো হচ্ছে একটি থালায় সাজিয়ে রাখা প্রচুর কর্পূর। কর্পূর জ্বলে উঠতেই একটি ধোঁয়া উপরের দিকে উঠে যাচ্ছে এবং তারপরেই দেখতে পাওয়া যাচ্ছে ছবির নাম।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, সাহেব চট্টোপাধ্যায়, কুনাল ঘোষ, অনন্যা বন্দ্যোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, সৌমিত্র ঘোষ, সঞ্জীব সরকার, তপস্যা দাশগুপ্ত, পায়েল রায়, দীপাঞ্জন ঘোষ, কনাদ মৈত্র, কৌশিক গোস্বামী, প্রদীপ রাই, অর্ক রায়, গৌতম মৃধা, শক্তি রায়চৌধুরী, কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ আরও অনেককে।
এই সিনেমায় প্রয়াত রাজনীতিবিদ অনিল বিশ্বাসের ভূমিকায় অভিনয় করবেন কুনাল ঘোষ। প্রথম কোনও ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে বেজায় খুশি কুনাল, একাধিকবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সে কথাও। পরিচালকের ওপর অগাধ আস্থার কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
গত জুলাই মাস থেকে শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আগামী বছর মুক্তি পাবে ছবিটি, যার আভাস মোশন পোস্টারেই দিয়ে দিয়েছেন পরিচালক। এবার শুধু পালা ছবির প্রথম ঝলক, টিজার এবং ট্রেলারের।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে বাম আমলে একটি অন্তর্ধানের ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনীষা মুখোপাধ্যায়ের নিখোঁজ হওয়ার গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। মনীষার নিখোঁজ হওয়ার ২০ বছর পর ২ সাংবাদিক এই ঘটনার খোঁজ শুরু করেন। তারপর গল্পে আসে বিভিন্ন টুইস্ট।