বাংলার সংগীত শিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন কৌশিকী চক্রবর্তী। এই মুহূর্তে জি বাংলার পর্দায় বিচারক হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে এই গায়িকাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পর্দায় নিজের জীবন দর্শন ভাগ করে নিলেন গায়িকা।
অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী চক্রবর্তীর অনবদ্য গান মুগ্ধ করে না এমন মানুষ বোধ হয় পাওয়া যাবে না। এই মুহূর্তে জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের বিচারকের আসনে দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে। শান্তশিষ্ট এই গায়িকার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন নিজের জীবন দর্শনের কথা।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
ছবিতে দেখা যাচ্ছে একটি সি গ্রিন রঙের শাড়ি পরে বসে রয়েছেন কৌশিকী। চোখে চশমা, কানে দুল, হালকা মেকআপ সবমিলিয়ে অসাধারণ সৌন্দর্য যেন ফুটে উঠছে অভিনেত্রী চোখে মুখে।
কৌশিকী নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘তুমি একদিনে নিজেকে শান্ত করতে পারবে না। প্রতিদিন একটি নিয়ম নিষ্ঠার মধ্যে তোমাকে যেতে হবে, প্রতিদিন যদি তুমি এই অভ্যাস করতে পারো তাহলে একদিন সফল হবে। একবার যখন তুমি এই পথ বেছে নেবে তখন তোমাকে সফল হতে আর কেউ আটকাতে পারবে না।’
কৌশিকী লেখেন, ‘তুমি সব সময় এটা স্মরণ করবে যে তুমি ঈশ্বরের আশীর্বাদ। প্রতিমুহূর্তে নিজেকে ভালোবাসবে। সবকিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবে। প্রতিদিনের এই অভ্যাস আরও তোমাকে পজিটিভ মানুষ করে তুলবে। জীবনের প্রত্যেকটা দিন হয়তো সমান হয় না কিন্তু জীবন যাত্রা আরো বেশি সুন্দর হয়ে উঠবে।’
সবশেষে কৌশিকী লেখেন, ‘যা কিছু সুন্দর তা আকর্ষণ করার চেষ্টা করো কারণ তুমি একটা সুন্দর জীবন ডিসার্ভ করো। নিজেকে ভালো রাখার জন্য যা করতে হয় সবকিছুই করো, কিন্তু কখনও নিরাশ হয়ে যেও না।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, ২০২৫ সালে শুরু হওয়া জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের বিচারকের আসনে কৌশিকী ছাড়া দেখতে পাওয়া যাচ্ছে রূপম ইসলাম, জিৎ গঙ্গোপাধ্যায়, শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, জোজো, রূপঙ্কর বাগচী, শুভমিতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরাধা বন্দোপাধ্যায়কে।