স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা'। দর্শকরা ‘কথা-অগ্নি’র জুটিকে দেখতে খুবই পছন্দ করেন। এমনকী বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। আর এবার এই সব চর্চার মাঝেই একসঙ্গে ছবি শেয়ার করে সাহেব-সুস্মিতা লিখলেন অভদ্র প্রেম? ব্যাপার কী?
আরও পড়ুন: বেড়াজাল পেরিয়ে জঙ্গি দমনে লড়াই ভারত বাংলাদেশের, প্রকাশ্যে ‘রক্তবীজ ২’ ট্রেলার
বুধবার দুপুরে সাহেব ও সুস্মিতা যৌথ ভাবে একটি পোস্ট করেন। সেখানে একেবারে রংমিলান্তিতে ধরা দেন তাঁরা। দু'জনের পরনেই ছিল কালো পোশাক। কালো রঙের একটি ক্রপ টপ ও কালো স্কার্টে সেজে উঠেছিলেন পর্দার 'গোবর দেবী' সুস্মিতা। তাঁর কানে ছিল স্টোনের ঝোলা লম্বা দুল। বেশ বোল্ড সাজে সেজেছিলেন তিনি। চুল খোলা ছিল। অন্যদিকে, সাহেবের পরনে ছিল কালো টি শার্ট, কালো ব্লেজার ও কালো ফরম্যাল টাউজার। সঙ্গে একটি হরিণের সিংয়ের ব্রোজ পরেছিলেন তিনি। তাঁদের চোখ-মুখ ছিল উত্তেজনায় ভরা, কিন্তু বেশ গম্ভীর ও প্যাশনেট।
তাঁদের এই ছবিটির পিছনে ছিল একটি লাল ব্যাকগ্রাউন্ড। সেখানে দুধে-আলতা রঙের লেখা ছিল 'অভদ্র প্রেম'। ছবিটি শেয়ার করে ক্যাপশনে তাঁরা লেখেন, 'আসছে'। কী আসছে, নিশ্চয়ই ভাবছেন। তবে কি সাহেব-সুস্মিতা তাঁদের প্রেমে সিলমোহর দিতে চলেছেন?
আরও পড়ুন: ‘আপনার স্বাস্থ্য, শক্তি…’, জন্মদিনে আলিয়া-কঙ্গনারা কোন বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রীকে?
নাকি 'অভদ্র প্রেম' নামে একটি গান বর্তমানে স্যোশাল মিডিয়ায় ট্রেন্ড করছে সেই গানের কোন রিল বা পারফর্মেন্স আসতে চলেছে? নাকি তাঁরা কোনও ছবি বা সিরিজের সুখবর দিতে চলেছেন? তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন, যত দিন না সাহেব-সুস্মিতা নিজেই সবটা খোলসা করছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।
বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।
তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায়।
এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন, 'কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য়ই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না'।
তবে সাহেব বা সুস্মিতা কেউই তাঁদের প্রেমের গুঞ্জনে কখনও সিলমোহর দেননি। বরাবরই তাঁরা নানা ভাবে এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয় তাঁরা সব সময়ই একে অপরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন।