আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই উপলক্ষে সকলেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন, তা তিনি রাজনীতিবিদ হোক বা ক্রিকেটার কিংবা বলিউড সেলিব্রিটি। অনেক সেলিব্রিটি প্রধানমন্ত্রীর জন্য বিশেষ জন্মদিনের শুভেচ্ছা ভিডিয়ো শেয়ার করেছেন এবং কেউ কেউ তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। যার মধ্যে কঙ্গনা রানাওয়াত এবং আলিয়া ভাটও রয়েছেন সেই তালিকায়। শঙ্কর মহাদেবন প্রসূন জোশীর সঙ্গে একটি বিশেষ গানও প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ফিরছে আবির সোহিনী জুটি, বড়পর্দায় ডেবিউ দিব্যানীর, সৃজিতের ছবিতে আছে আরও চমক, কী কী?
কঙ্গনার পোস্ট
কঙ্গনা প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁকে হাত জোড় করে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী এবং কঙ্গনা উভয়েই পাহাড়ি টুপি পরে রয়েছেন সেই ছবিতে। প্রধানমন্ত্রী গোলাপ ফুল ধরে আছেন। এই ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভারত মাতার একজন সত্যিকারের পুত্র এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি 'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্র গ্রহণ করে একটি উন্নত ভারতের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।'
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে হল বড় ঘোষণা, হচ্ছে মোদীর বায়োপিক ‘মা বন্দে’, মুখ্য চরিত্রে কোন অভিনেতা?
আলিয়ার শুভেচ্ছা বার্তা
ভিডিয়োতে আলিয়া ভাট বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার নেতৃত্ব আমাদের মহান জাতির ভবিষ্যৎ গঠন করে এবং আমাদের আরও বৃহত্তর অগ্রগতির দিকে পরিচালিত করে। আপনার স্বাস্থ্য, শক্তি এবং সাফল্য সর্বদা বজায় থাকুক।’
আরও পড়ুন: ‘আপনার শক্তি আমাদেরও ছাড়িয়ে যায়…’! হাত জোড় করে নমস্কার, মোদীকে জন্মদিনের শুভেচ্ছা শাহরুখ খানের
ইতিমধ্যেই, শঙ্কর মহাদেবন এবং প্রসূন জোশী প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে তাঁর প্রতি একটি সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি জানাতে একত্রিত হয়েছেন। তাদের গানের নাম ‘বন্দনিয়া হ্যায় দেশ মেরা’। এই গানটি প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি, নিষ্ঠা এবং নেতৃত্বকে সুন্দর ভাবে ধারণ করে।
আরও পড়ুন: ‘মারধর করত সলমন, ঐশ্বর্যর বাড়ির বাইরে মাথা ঠুকত',ব্রেকআপের পর ভেঙে পড়েন নায়িকা
অন্যদিকে, সোনু সুদ লিখেছেন, ‘ইতিহাস তাঁদের স্মরণ করে যাঁরা ভবিষ্যৎ গঠন করে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর অব্যাহত শক্তি, স্পষ্টতা এবং সাহস কামনা করছি যখন তিনি ভারতকে একটি রূপান্তর মূলক যুগে নিয়ে যাবেন। আপনার যাত্রা আপনার দৃষ্টিভঙ্গির মতোই নির্ভীক থাকুক।’