দিনের ২৪ ঘণ্টাই যাত্রী ও বিমান পরিষেবায় কেটে যায় তাদের দিন। কিন্তু কখনও কখনও উৎসব ছুঁয়ে যায় তাদের নিয়মানুগ জীবন। অতন্দ্র নিয়মের প্রহরার ফাঁক গলে তাদের জীবনেও পুজো-আচ্চা, উৎসব-আয়োজনের রং লাগে। সম্প্রতি তেমনই দৃশ্য দেখা গেল কলকাতা বিমানবন্দর চত্ত্বরে। হাজার একটা কাজের মধ্যেও ঠিক সময় বার করে ভক্তিভরে আয়োজন করা হল বিশ্বকর্মা পুজোর। আয়োজনে এয়ারপোর্ট টার্মিনাল ম্যানেজার অফিস। হাতে হাত লাগিয়ে পুজোর জোগাড় করলেন অফিসের কর্মীরাই। রোজনামচার থেকে একটু আলাদা ধাঁচে কাটল তাদের ১৭ সেপ্টেম্বর।
সকাল থেকেই এই দিন শুরু হয়ে গিয়েছিল পুজোর তোড়জোড়। ফলমূল কাটা থেকে নৈবেদ্য সাজানো, পুরোহিত ডেকে পুজো থেকে সবটাই টার্মিনাল ম্যানেজার অফিসের কর্মীরা সোৎসাহে সম্পন্ন করেন। বিমানবন্দরে একাধিক শিফটে কাজ হয়ে থাকে। পুজোর আমেজ আরও আনন্দের করে তোলে পরের দিকে শিফটে আসা কর্মীরা। নিয়ম বাঁধা কাজের মধ্যেই তাঁদের এক ফালি হাসির সুযোগ করে দিল আজকের দিনটি।