সম্প্রতি ‘কল্কি ২৮৯৮ এডি’ - এর সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। পরিচালক নাগ অশ্বিনের মেগা বাজেটের ছবি থেকে দীপিকার বাদ পড়ার কথা ছড়িয়ে পড়তেই খুব স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে চাঞ্চল্য। হঠাৎ কি হলো যার জন্য ছবি ছাড়তে বাধ্য হলেন দীপিকা?
কয়েক মাস আগেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন দীপিকা। ৮ ঘণ্টার কাজের শর্ত মানতে নারাজ ছিলেন পরিচালক, ফলে অভিনেত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দীপিকা। এবারও কি তেমন কিছু হল?
‘কল্কি’ নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’- এর আসন্ন সিক্যুয়েলে দীপিকা পাড়ুকোন অংশ হবেন না। আমরা অনেকটা সময় একসাথে কাটিয়েছিলাম আগে কিন্তু নতুন এই ছবির জন্য একটি নিষ্ঠার প্রয়োজন। ওঁর আগামী দিনের জন্য শুভকামনা জানাই।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
সূত্র থেকে শুনতে পাওয়া গিয়েছে, দীপিকার মেয়ে এখন খুবই ছোট তাই এই মুহূর্তে দীপিকা আট ঘন্টার বেশি কাজ করতে রাজি হচ্ছেন না। দীপিকার এই শর্ত মেনে নিতে নারাজ পরিচালক তাই এবারেও ছবি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন অভিনেত্রী। এই সবকিছুর মধ্যেই পুরোনো একটি সাক্ষাৎকারের কথা সামনে উঠে এল, যা দেখে প্রমাণিত দীপিকা আগেও অপেশাদার অভিনেত্রীর মতো কাজ করেছেন।
২০১২ সালে আব্বাস মাস্তানের ‘রেস ২’ ছবি ছেড়ে দীপিকার বেরিয়ে আসার খবর শুনতে পাওয়া গিয়েছিল। সেই সময় টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে ‘রেস ২’ ছবির প্রযোজক রমেশ তিওয়ারি বলেছিলেন, ‘দীপিকা মাত্র ৬ দিন কাজ করে হঠাৎ করেই ছবি ছেড়ে বেরিয়ে যান। শেষ মুহূর্তে তিনি টেক্সট করে জানিয়েছিলেন যে তিনি কাজ করবেন না।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রযোজক আরও বলেছিলেন, ‘২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি দীপিকা মুম্বইতে ছিলেন কিন্তু আমার ফোনের উত্তর দেননি বা আমার সঙ্গে দেখা করতে রাজি হননি। ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেলেছি আমি কিন্তু এর আগে কোনও অভিনেত্রীর দ্বারা এত অসম্মানিত হইনি আমি।’
প্রসঙ্গত, দীপিকার ম্যানেজার পরবর্তীকালে প্রযোজককে জানিয়েছিলেন, হলিউডের একটি অফার আসায় দীপিকা ছবিটি ছেড়ে দেন। এই ঘটনার পরেই আমেরিকা চলে যান অভিনেত্রী। পরবর্তীকালে ‘ককটেল’ ছবির শ্যুটিং চলাকালীন রমেশ অনেকবার দীপিকার সঙ্গে দেখা করতে চেষ্টা করেন কিন্তু অভিনেত্রী চাননি। বাধ্য হয়ে দীপিকার বিরুদ্ধে AMPTPP এবং CINTAA-তে আইনি পদক্ষেপ নিয়েছিলেন প্রযোজক।
অবশেষে CINTAA-এর আনুষ্ঠানিক সভা বাতিল করা হয় এবং কয়েকদিন পরে দীপিকা আবারও ছবিতে যোগ দেন, তবে শর্তসাপেক্ষে। ২০১৩ সালে ছবিটি মুক্তি পায় বড় পর্দায়।