ডিসেম্বরে ভারতের মাটিতে ফের পা দেবেন ফুটবল বিশ্বের G.O.A.T লিওনেল মেসি। সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন ফুটবল তারকা, তেমনই জানা যাচ্ছে। তার আগেই দেশের প্রাধনমন্ত্রীর জন্য বিশেষ পুরস্কার এল কিংবদন্তি ফুটবলারের তরফে।
১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন। আর এইদিনের জন্যই মোদীর হাতে পৌঁছেছে ২০২২ সালে কাতার বিশ্বকাপ ক্যাম্পেনের একটি মেসির জার্সি, যাতে নিজের হাতে সই করে দিয়েছেন তারকা। ক্রীড়া উদ্যোক্তা এবং মেসির ভারত সফরের প্রচারক, শতদ্রু দত্ত জানিয়েছেন, ‘মেসি প্রধানমন্ত্রী মোদীর ৭৫ তম জন্মদিনের জন্য নিজের স্বাক্ষরিত একটি জার্সি পাঠিয়েছেন। তিনি ভারতে এলে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘তিনি ভারতীয় ভক্তদের জন্য শুভকামনা জানিয়েছেন এবং প্রথমবারের মতো নয়াদিল্লি ও মুম্বইয়ে এসে সেখানে তাঁর ভক্তদের সাথে দেখা করতে আগ্রহী’।
আগামী ১২ই ডিসেম্বর কলকাতার মাটিতে পা রাখবেন মেসি। এখান থেকেই শুরু তাঁর ভারত সফর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন অতীতেও কলকাতায় এসেছেন, ২০১১ সালে যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্ব প্রথমবার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মেসি।

কলকাতার পর মুম্বই পৌঁছাবেন মেসি। এরপর ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে হাজির হবেন এলএমটেন। সেখানেই প্রধানমন্ত্রীর সাথে তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক দশকেরও বেশি সময় পর এটিই হবে মেসির প্রথম ভারত সফর। ২০১১ সালে যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা প্রীতি ম্যাচ খেলেছিলেন, যার স্মৃতি আজও আঁকড়ে রয়েছে কলকাতার মেসি ভক্তরা। জানা যাচ্ছে, ১২ তারিখ রাতে কলকাতায় আসার পর, ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। শ্রীভূমির কাছে তাঁর ৭০ ফুটের একটি মূর্তি উন্মোচন করবেন। তারপর পৌঁছাবেন ইডেন গার্ডেন্সে, সেখানে দেড়ঘণ্টা GOAT কাপে অংশ নেবেন। সেখানে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ইডেনের অনুষ্ঠান টিকিট কেটে সাধারণ দর্শক দেখতে পাবেন। টিকিটের সর্বনিম্নমূল্য ৩,৮৫০ টাকা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আলাদাভাবে পরিকল্পনা করছেন। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান এর আগে নিশ্চিত করেছিলেন যে লজিস্টিক এবং ভেন্যু চূড়ান্ত করার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাথে আলোচনা চলছে। যদি মেসি অংশ নেন, তবে এর অর্থ মাত্র কয়েক সপ্তাহের ব্য়াবধানে দু-বার ভারত সফরে আসবেন মেসি, যা সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিরাটপ্রাপ্তি হতে চলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।