মঙ্গলবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি চিরকালের জন্য না ফেরার দেশে চলে যান হলিউডের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক রবার্ট রেডফোর্ড। ৮৯ বছর বয়সে নিজের বাসভবনে ইহলোক ছেড়ে পরলোক গমন করেন তিনি। নিঃসন্দেহে এই মৃত্যু গোটা হলিউড ইন্ডাস্ট্রির কাছে খুবই শোকের।
তবে শুধু হলিউড নয়, অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা ইন্ডাস্ট্রিও। বাংলার দুই বরেণ্য পরিচালক তথা অভিনেতা সুমন মুখোপাধ্যায় এবং অঞ্জন দত্ত হলিউড অভিনেতার মৃত্যুতে করেছেন শোক প্রকাশ।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
সম্প্রতি নিজের এবং রবার্ট রেডফোর্ডের একটি ছবি পোস্ট করে অভিনেতা তথা পরিচালক সুমন মুখোপাধ্যায় লেখেন, ‘দ্য গ্রেট আইকন রবার্ট রেডফোর্ড চলে গেলেন। ১৮ বছর বয়সে আমি ওঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। ওই একটা সাক্ষাৎকার আমার জীবনে পরিবর্তন এনে দেয়। তখন ভাবিনি, পরে আবার সেই সুযোগ পাব। ২০০৯ সালে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চতুরঙ্গ প্রদর্শনের সময় সেই স্বপ্ন পূরণ হয়েছিল আমার।’
হলিউড অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ অঞ্জন দত্ত লেখেন, ‘সত্যি কি গৌরবময় কেরিয়ার! শুধু একজন ভালো অভিনেতা বা পরিচালক নন, ফিল্ম ফেস্টিভাল কিউরেটর, ভালো সিনেমার প্রচারক সবকিছুই ছিলেন উনি। আপনি চিরকাল আমাদের মনের মধ্যেই থাকবেন।’
অঞ্জন দত্ত আরও লেখেন, ‘বহু বছর ধরে রোলান্ড জোফে- এর ফ্যাট ম্যান লিটিল বয় দেখব ভেবেছিলাম। অবশেষে আজ দেখলাম। মনে হল ছবিটা অনেক বেশি জটিল বেদনাদায়ক এবং মানবিক। এটি নোলানের ওপেন হাইমার ছবির অনেক আগে নির্মিত। দুজন পরিচালকের অসাধারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বারবার মুগ্ধ করেছে।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, ২০১৯ সালে ‘অ্যাভেঞ্চার’ ছবিতে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল রবার্টকে। এর আগে বহু ছবিতে অভিনয় করে মানুষের মন জয় করেছিলেন তিনি। রবাটের মৃত্যুতে যেন শেষ হল সিনেমা জগতের এক অধ্যায়।