প্রতিবছরের মতো এই বছরেও মহালয়ার অনুষ্ঠান নিয়ে রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে প্রতিটি চ্যানেলে। আগামী ২১ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার ভোরবেলা সম্প্রচারিত হবে মহলয়ার অনুষ্ঠান। জি বাংলায় মহালয়ায় দেখতে পাওয়া যাবে একগুচ্ছ নতুন মুখ। তবে রয়েছে আরও একটি বড় চমক।
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের মহালয়া অনুষ্ঠানে মহিষাসুর রূপে ধরা দিতে দেখা যাবে অভিনেতা রুবেল দাসকে। এই প্রথম একেবারে অন্যরকম ভাবে তিনি ধরা দেবেন দর্শকদের সামনে। এর আগে ২০২১ সালে জি বাংলার মহালয়া অনুষ্ঠানে তিনি শিব রূপে ধরা দিয়েছিলেন। এবারে একদম বিপরীত রূপে ধরা দেবেন তিনি।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
শিব এবং মহিষাসুর, এই দুটি রূপের ছবি পাশাপাশি পোস্ট করে রুবেল লেখেন, ‘একজন অভিনেতা হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ তখন হয়, যখন নিজেকে ভিন্ন রূপের চরিত্রে ফুটিয়ে তোলা যায়। একদিকে ঈশ্বর, একদিকে অসুর। এবারের মহালয়াতে দেখুন আমার ভিন্ন প্রচেষ্টা। ভালো-মন্দ সবটাই জানাবেন।’
রুবেলের এই পোস্টে কমেন্ট করে কিছু কিছু মানুষ লিখেছেন, মহিষাসুর রুপে অভিনেতাকে ভীষণ ভালো দেখতে লাগছে আবার কিছু নেটিজেন লিখেছেন, যেখানে শ্বেতা মহিষাসুরমর্দিনী রূপে অভিনয় করছেন সেখানে রুবেলকে মহিষাসুর রূপে একদমই ভালো লাগছে না।
নেটিজেনদের মধ্যে একজন লেখেন, ‘দেবী ভগবত পুরাণ অনুযায়ী মহিষাসুর শিবেরই অংশ ছিলেন। দেবী শক্তি সম্পর্কে আগে থেকেই জ্ঞাত ছিলেন মহিষাসুর, দেবীর সঙ্গে মহিষাসুরের যা যুদ্ধ হয়েছিল তা পুরোটাই শুধু লীলা মাত্র। তাই এখানে বলা চলে, একই অঙ্গে ভিন্ন রূপ’।
প্রসঙ্গত, চলতি বছর জি বাংলার মহালয়া অনুষ্ঠানে দেবী পার্বতী, মহামায়া তথা মহিষাসুরমর্দিনী রূপে দেখতে পাওয়া যাবে ইধিকা পালকে। শ্বেতা ভট্টাচার্যকে দেখতে পাওয়া যাবে দেবী শতাক্ষী, শাকম্ভরী এবং দুর্গমনাশিনী দুর্গা রূপে। মোহনা মাইতি অর্থাৎ ‘তুই যে আমার হিরো’ ধারাবাহিকের আরশিকে দেখতে পাওয়া যাবে দেবী চামুন্ডার রূপে।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
অন্বেষা হাজরাকে দেখতে পাওয়া যাবে দেবী জগদ্ধাত্রী রূপে। নবাগতা অভিনেত্রী তন্নিস্কা তিওয়ারিকে দেখতে পাওয়া যাবে দেবী গন্ধেশ্বরী রূপে। দিব্যাণী মন্ডলকে দেখতে পাওয়া যাবে দেবী ললিতা ত্রিপুরসুন্দরী রূপে। ঈশানী চট্টোপাধ্যায় অভিনয় করবেন দেবী ভদ্রকালী রূপে।
আরাত্রিকা মাইতি ধরা দেবেন দেবী কৌশিকী চরিত্রে। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়ক অর্থাৎ রণজয় বিষ্ণু অভিনয় করবেন দেবাদিদেব মহাদেবের চরিত্রে।