বলিউড অভিনেত্রী তথা বিজেপি সংসদ কঙ্গনা রানাওয়াত, যিনি হিমাচল প্রদেশের মান্ডিতে বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যেখানে সংবাদমাধ্যমের সামনে হয়ে তিনি নিজের বিষয়েও বেশ কিছু কথা খোলামেলা আলোচনা করেন।
কঙ্গনা সংবাদমাধ্যমের সামনে বলেন, হিমাচল প্রদেশে তিনি যে রেস্তোরাঁ চালান, তা মাত্র একদিনে ৫০ টাকা আয় করতে পেরেছে অর্থাৎ একদিনে মাত্র ৫০ টাকার বেচাকেনা হয়েছে। কিন্তু প্রতিদিন তাঁকে ১৫ লক্ষ টাকা দিতে হয় ওই রেস্তোরাঁটি চালানোর জন্য।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
কঙ্গনা বলেন, ভাবুন তো আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এখানে একটি রেস্তোরাঁ রয়েছে, গতকাল মাত্র ৫০ টাকার ব্যবসা হয়েছে এখানে। কিন্তু আমাকে ১৫ লক্ষ টাকা বেতন দিতে হয় এখানকার কর্মচারীদের। দয়া করে আমার কষ্টটা বুঝুন।
ভাইরাল হওয়া ওই ক্লিপিংয়ে কঙ্গনাকে হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে চাওয়ায় তিনি তাঁর পরিস্থিতি বোঝার অনুরোধ করেন এবং রেস্তোরাঁটি কীভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই ব্যাখ্যাও করেন তিনি। প্রসঙ্গত, এই বছরের শুরুতেই কঙ্গনা জানিয়েছিলেন তিনি মানালিতে তাঁর প্রথম ক্যাফে- দ্যা মাউন্টেন স্টোরি খুলবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারপরেই সমস্যা তৈরি হওয়ায় আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী।
সংবাদ সংস্থা পিটিআই-এর তরফ থেকে জানা গিয়েছে, মানালির পাটলিকুহালে বৃষ্টি বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে কঙ্গনা গো ব্যাক শ্লোগানের সম্মুখীন হন। স্থানীয়রা কালো পতাকা নিয়ে রুখে দাঁড়ান কঙ্গনার সামনে। যদি অভিনেত্রী সবার সামনে হাতজোড় করে জানান তিনি কোনও প্রতিনিধি নন একজন সাধারণ মানুষ হিসেবে তাঁদের সঙ্গে দেখা করতে এসেছেন।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে হিমাচল প্রদেশের কুলু এবং মানালি সহ বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং বর্ষার ফলে সৃষ্ট ভূমিধস এবং আকস্মিক বন্যায় অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় অতিরিক্ত বৃষ্টির ফলে একই পরিবারের কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।