এক বছরের মধ্যে পরপর দুটি ছবি থেকে বাদ করলেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে বেরিয়ে যাওয়ার পর এবার নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েল’ থেকেও বাদ পড়ে গেলেন দীপিকা।
গতকাল অর্থাৎ ১৮ সেপ্টেম্বর দীপিকার সরে যাওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন ছবির প্রযোজক সংস্থা। শুনতে পাওয়া গিয়েছে, দীপিকার ৮ ঘন্টা কাজের শর্ত মেনে নিতে নারাজ পরিচালক আর তাই এবারেও হাতছাড়া হয়ে যায় ছবি। অভিনেত্রীকে ‘অপেশাদার’ বলে অভিহিত করেন প্রযোজক সংস্থা।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
‘কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েল’ থেকে দীপিকার বেরিয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে যখন উত্তাল নেট দুনিয়া ঠিক তখনই পরিচালক নাগ অশ্বিন করেন একটি রহস্যময় পোস্ট। বৃহস্পতিবার পরিচালক একটি ভিডিয়ো শেয়ার করেন যেটি মূলত পরিচালকের ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল। কী রয়েছে পোস্টে?
ভিডিয়োয় ‘কল্কি ২৮৯৮’ ছবির একটি দৃশ্য শেয়ার করা হয়েছিল যেখানে কৃষ্ণের প্রবেশ দেখানো হয়েছিল। এই ভিডিয়োটি পুনরায় পোস্ট করে ক্যাপশনে পরিচালক লেখেন, ‘যা ঘটেছে তা আপনি পরিবর্তন করতে পারবেন না, তবে পরবর্তীতে কি হবে তা আপনি বেছে নিতে পারেন।’

দীপিকার নাম উল্লেখ না করা থাকলেও সবাই ভাবছেন এই পোস্ট দীপিকাকে উল্লেখ করেই করেছেন পরিচালক। এই পোস্টে কমেন্ট বক্সে একজন লেখেন, ‘দীপিকার ওপর পরিচালক যে ভীষণ রেগে আছেন তা বোঝাই যাচ্ছে।’ অন্য একজন লিখেছেন, ‘কোড ল্যাঙ্গুয়েজে কথা না বলে সরাসরি বলুন।’ তৃতীয় একজন লিখেছেন, ‘কেন যে সেলিব্রিটিরা এভাবে গোপনভাবে কথা বলে জানি না। যা বলার সামনাসামনি বলুন।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
প্রসঙ্গত, ২০১২ সালেও ঠিক এইভাবে ‘রেস ২’ ছবি থেকে বেরিয়ে গিয়েছিলেন দীপিকা। পরিচালকের হাজার অনুরোধ সত্বেও তিনি সিনেমায় ফিরে আসতে রাজি হননি। অবশেষে উপায় না পেয়ে দীপিকার বিরুদ্ধে মামলা করেন পরিচালক এবং সেই মামলার রায় অনুযায়ী দীপিকাকে ফিরে আসতে হয়েছিল ছবিতে।