মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা। দেবীর মর্তে আগমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতিভু। এই উৎসব নারী শক্তির উদযাপন। এ সময় আদি শক্তি মহামায়া অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ের মূর্ত প্রতীক হয়ে ওঠে। প্রতি বছরই মহালয়ার দিন মহিষাসুরমর্দিনীর বিশেষ অনুষ্ঠান হয় চ্যানেলে চ্যানেলে। পরিচিত মুখকেই দেখা যায় দেবী দুর্গার বেশে। এবার দেখা যাবে তেমনই এক পরিচিত মুখ। ডোনা গঙ্গোপাধ্যায়কে। মহিষাসুরমর্দ্দিনীতে এবার দুর্গা রূপে দেখা যাবে তাঁকে।
তাঁর এই অনুষ্ঠানের নিবেদনে রয়েছে তাঁর নৃত্য সংস্থা দীক্ষামঞ্জরী। দীক্ষামঞ্জরী-এর এই নিবেদনে শক্তির আরাধনার নানা গান দিয়ে সাজানো। কিংবদন্তি গানের মধ্যে রেডিও এর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী-এর বেশ কিছু গান থাকছে এই অনুষ্ঠানে। গুরু কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে নাচের শিক্ষা ডোনা গাঙ্গুলীর। ওড়িশি নৃত্যের ধারাকে মাথায় রেখেই নৃত্য পরিকল্পনা করা হয়েছে এই অনুষ্ঠানে। দুর্গা এর ভূমিকায় থাকছেন ডোনা গাঙ্গুলী, মহিষাসুর এর ভূমিকায় রঘুনাথ দাস, ভাষ্য ও স্তোত্র পাঠে ডা: আনন্দ গুপ্ত।
আরও পড়ুন - অস্কারজয়ী অভিনেতা রবার্ট রেডফোর্ডের মৃত্যুতে আবেগঘন পোস্ট অঞ্জন-সুমনের
তবে কোনও চ্যানেলে নয়। কলকাতার একরকম প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দেখা যাবে দীক্ষামন্জরী এর প্রযোজনা — রূপং দেহি, জয়ং দেহি। অনুষ্ঠানটির আয়োজন হচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর, ২০২৫, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এর সামনের সিঁড়ির কাছে, সন্ধ্যা ৬টা থেকে। আসন্ন শারদোৎসব, তার প্রাক প্রস্তুতি হিসেবে এক নৃত্য-গীতি আলেখ্য নিবেদিত হবে বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলীর পরিচালনায়। স্তোত্র পাঠ, সঙ্গীত পরিচালনায় দক্ষীণায়ন ইউকে এর ডা: আনন্দ গুপ্ত।
আরও পড়ুন - গৃহ যুদ্ধ থেকে জীবন যুদ্ধ, ভবানী পাঠককে সঙ্গে নিয়ে জয়যাত্রা ‘দেবী চৌধুরানী’-র
ডোনা গাঙ্গুলি জানালেন, " আমরা শারোদোৎসবের শূভ সূচনায় এই অনুষ্ঠানের আয়োজন করেছি ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রাঙ্গণে।" ডা: আনন্দ গুপ্ত বললেন, “ আমি খুব আনন্দিত যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসছি। চোদ্দ জনের গানের দলে থাকছেন ইংল্যান্ড এবং কলকাতার শিল্পীরা। আমরা প্রস্তুত এই অসাধারণ অনুষ্ঠানের জন্য।"