২৫ সেপ্টেম্বর বলিউডের অন্যতম অভিনেত্রী দিব্যা দত্তের জন্মদিন। এই দিনটি যে কোনও মানুষের কাছে স্পেশাল। জন্মদিনে জীবনের বেশ কিছু উপলব্ধির কথা সকলের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী।
জন্মদিনের এই বিশেষ দিন কেমন করে কাটান অভিনেত্রী জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি ঋষিকেশে শ্যুটিং করছি। কিন্তু জন্মদিনে আমি আমার পরিবারের সঙ্গে থাকাই পছন্দ করি। অর্ধেক দিনেও কাজ ফেলে বাড়ি চলে আসি আমি। এই দিনটা পরিবারের সঙ্গে না কাটালে হয় না। আমার সব বন্ধু বান্ধবরাও জানেন, এই দিনটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’
প্রায় ৫০ বছরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর জীবনে কী নতুন করে পরিবর্তন এসেছে জিজ্ঞাসা করায় অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় এটা সম্পূর্ণ মনের ব্যাপার। যখন আপনি কিছু নতুন করার চেষ্টা করেন, তখন আপনি একটা পর্যায়ে থাকেন না। হতাশা আপনাকে গ্রাস করতে পারে না। ব্যস্ত জীবন আপনাকে সব সময় সুখী জীবন প্রদান করে।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
দিব্যা আরও বলেন, ‘যেখানে আপনি কঠোর পরিশ্রম করছেন সেখানে নিজেকে কখনও দ্বিতীয় স্থানে রাখবেন না। সবসময় নিজেকে মূল্যায়ন করুন এবং সবার আগে নিজেকে রাখার চেষ্টা করুন। আপনি হেরে যান অথবা জিতুন, যাই করুক না কেন, আপনি যেন সবসময় নিজেকে প্রথম স্থানেই রাখতে পারেন।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
সবশেষে দিব্যা বলেন, ‘কিছুদিন আগেই শাবানা আজমির ৭৫ তম জন্মদিন ছিল। আমরা সবাই সেখানে ভীষণ মজা করি। উর্মিলা, বিদ্যা, রেখা জি সবাই সেখানে উপস্থিত ছিলেন। এই তাৎক্ষণিক আনন্দগুলোই সারা জীবন আপনার মনে থেকে যায়।’
প্রসঙ্গত, বলিউডে মূলত পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও আজ পর্যন্ত যে সমস্ত চরিত্রে তিনি অভিনয় করেছেন, তার প্রত্যেকটি চরিত্র অসাধারণ। নিজেকে বারবার ভেঙেচুরে প্রমাণ করেছেন তিনি। এখনও নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন দিব্যা। ‘ভাগ মিলকা ভাগ’, ‘বীর-জারা’, ‘ছাবা’ সহ বহু ছবিতে অভিনয় করেছেন তাঁরা।