‘রাইজ অ্যান্ড ফল’ রিয়েলিটি শো-র সর্বশেষ পর্বে ধনশ্রী বর্মাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন আদিত্য নারায়ণ। জিজ্ঞাসা করেন, ‘বিবাহবিচ্ছেদ কতদিন আগে হয়েছে?’ ধনশ্রী উত্তর দেন, ‘প্রায় এক বছর।’ কুবরা সাইত এতে বলেন, ‘খুব তাড়াতাড়ি তোমাদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল।’ ধনশ্রী তাতে উত্তর দেন, ‘কারণ আমরা দুজনেই বিবাহবিচ্ছেদ চেয়েছিলাম… তাই যখন মানুষ খোরপোশ বলে, তখন তা ভুল।’
ধনশ্রী নিজের কথা ব্যাখ্যা আরও বলেন, ‘আমি কিছু না বলা মানে এই নয় যে আপনি যা খুশি বলতে পারেন। কিন্তু ঠিক আছে! আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন যে, শুধুমাত্র আপনজনদের কাছেই ব্যাখ্যা দিতে হয়। যাদের সঙ্গে আপনার কোন সম্পর্ক নেই, তাদের কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।’
এরপর আদিত্য জিজ্ঞাসা করেন, ‘বিয়ে কত বছর স্থায়ী ছিল?’ ধনশ্রী উত্তর দেন, ‘৪ বছর।’ এতে কুবরা প্রশ্ন করেন, ‘আর বিয়ের আগে কত বছর ডেট করেছিলে?’ ধনশ্রী তাতে জবাব দেন, ‘প্রায় ৬-৭ মাস।’
এরপর সাংবাদিক নয়নদীপ রক্ষিত প্রশ্ন করেন, ‘যখন এই বিষয়ে কথা বলা হচ্ছিল, তখন আপনার মনে হয়নি যে আপনার কথা বলার দরকার আছে?’ ধনশ্রীর মতে, যখন এসব ঘটনা দেখেন, তখন কষ্ট পান কারণ এর কোন প্রয়োজন ছিল না। বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি যে কিছুই সত্য নয়। আমার খারাপ লাগছে যে এসব কেন ছড়িয়ে পড়ল? ঠিক আছে। আমি সবসময় সম্মান করব কারণ এটা আমার সংস্কার।’