বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দেখা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে। নিউইয়র্কে এর আগে ইউনুসের সফরসঙ্গী আখতার হোসেনকে 'রাজাকারের প্রতিনিধি' কটাক্ষ শুনতে হয়েছিল। তাকে ডিমও ছোড়া হয়েছিল। এই সবের মাঝে শেহবাজের সঙ্গে বৈঠক ইউনুসের। নিউইয়র্কে স্থানীয় সময় গতকাল বুধবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে দুই নেতা এ বৈঠক করেন। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বৈঠকের বিষয়ে জানানো হয়। সঙ্গে দুই নেতার ছবিও প্রকাশ করা হয়।
এর আগে গত ২৩ অগস্ট বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষাসহ নানা বিষয়ে মোট ৬টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ঢাকার হোটেল সোনারগাঁওতে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হুসেন এবং পাক বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দারের উপস্থিতিতে সচিব পর্যায়ে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি সই হওয়ার পর ইশাক দার বলেছিলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে তৌহিদের সঙ্গে। এদিকে স্বাক্ষরিত চুক্তির মধ্যে একটির মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে দুই দেশের মধ্যে। এমনকী এবার থেকে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারী ভিসা ছাড়াই একে অপরের দেশে যাতায়ত করতে পারবে।
সেই সফরকালেই ১৯৭১ সংক্রান্ত প্রশ্নের উত্তরে পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছিলেন, বিষয়টি নাকি ১৯৭৪ সালেই চুক্তির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। তাঁর কথায়, পরবর্তীতে জেনারেল পারভেজ মোশাররফও বাংলাদেশ সফরে ক্ষমা চেয়েছিলেন। এই আবহে ইশাক দারের বক্তব্য, আমাদের এখন সামনে এগিয়ে যেতে হবে। এরপর বাংলাদেশকে পালটা 'জ্ঞান' দিয়ে ইশাক দার বলেছিলেন, 'ইসলাম বলেছে হৃদয় মন করতে। আপনারা আপনাদের মন পরিষ্কার করুন।' এদিকে বাংলাদেশ সফরে গিয়ে সরকারি স্তরে বৈঠক করার পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামি ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানি বিদেশমন্ত্রী।