দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। একদিনের ভারী বৃষ্টির পর জমে গিয়েছিল এলাকায়। সেই জল নামাতে গিয়ে ডুবে মৃত্যু হল এক সাফাইকর্মীর। ওই সাফাই কর্মীর নাম জয়ন্ত ঘোষ। তিনি ম্যানহোলে ডুবে মারা যান। ঘটনায় শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে।
আরও পড়ুন: সকাল সকাল রোদ উঠেছে কলকাতার আকাশে, শহরের রাস্তায় জমা জল কি নেমেছে?
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়। এর ফলে রাজপুর-সোনারপুর পুরসভার বহু ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে ১৪ নম্বর ওয়ার্ডের অবস্থা ছিল শোচনীয়। একাধিকবার চেষ্টা করেও জমে থাকা জল নামানো সম্ভব হচ্ছিল না।.জয়ন্ত ঘোষ পুরসভার অস্থায়ী সাফাইকর্মী ছিলেন। নিজের উদ্যোগে বিকেলে ম্যানহোলের ঢাকনা খুলে সাফাই করার কাজ শুরু করেন। স্থানীয়রা জানান, ম্যানহোলের মুখে অনেক প্লাস্টিক এবং আবর্জনা জমে ছিল। জেলা ও পুরসভার অন্যান্য কর্মী বারবার সতর্ক করলেও জয়ন্ত নিজ উদ্যোগে নীচে নামেন। তখন জলের প্রবাহ তাকে টেনে নিচে নিয়ে যায়। তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁর দেহ ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে অন্য একটি ম্যানহোলে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় জয়ন্তকে হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুর কর্তৃপক্ষের একাংশের বক্তব্য অনুযায়ী, জলে নামার আগে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে জয়ন্ত নিজে থেকেই কাজ শুরু করেছিলেন। দুর্ঘটনার পর পুরসভার চেয়ারম্যান পল্লবকুমার দাস মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতাল পাঠানো হবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার এই ঘটনার জেরে শোকাহত। তাঁরা নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে আরও সতর্কতার দাবি তুলছেন।