পুজোর মরশুমে ফের গুলি চলল কলকাতায়। সোমবার সকালে গার্ডেনরিচে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। মৃতের নাম শ্রেষ্ঠ ধুরকা (২৯)। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দেহের পাশ থেকেই একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সেই আগ্নেয়াস্ত্রের গুলিতে মৃত্যু হয়ে থাকতে পারে তাঁর। ফলে এটি খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে শুরু হয়েছে ধন্দ।
আরও পড়ুন: কলকাতায় মহালয়ার সকালে জিমে ঢুকে শুটআউট, চলল কয়েক রাউন্ড গুলি, আতঙ্ক
পশ্চিম বন্দর থানার অন্তর্গত ডিসি পোর্ট অফিসের অদূরে সকাল প্রায় পৌনে ১০টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, যা শুকিয়ে জমাট বেঁধে গিয়েছিল। যুবকের দু’পায়ের মাঝখানেই একটি পিস্তল পড়ে থাকতে দেখা যায়। পাশে পড়ে ছিল কালো রঙের একটি ব্যাগ। ব্যাগের ভিতর থেকে কিছু কাগজপত্রও উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের পর পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে অন্য কোনও জায়গায় খুন করে দেহটি ফেলে দেওয়া হয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে তদন্তকারীরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত যুবকের কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, সে দিকেও তদন্ত চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, শ্রেষ্ঠ ধুরকার সঙ্গে কোনও বিরোধ বা বিবাদ চলছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অকস্মাৎ এমন ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। উৎসবের আবহে হঠাৎ গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে গার্ডেনরিচে।