আজ মহালয়া। শুরু হয়ে গেল পুজোর আনন্দ। সেই মহালয়ার সকালেই খাস কলকাতায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। চলল গুলি। কলকাতার চারু মার্কেট এলাকায় একটি জিমে দুই রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনার সময় জিমে কেউ গুরুতরভাবে আহত হননি, তবে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। পুলিশ অভিযোগ করছে, জিমের মালিককেই লক্ষ্য করেই গুলি চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ‘টাইগার’-এর বাড়িতে লুকিয়েও রক্ষা হল না, বাঁকুড়ায় TMC নেতা খুনে ধৃত নাসিম
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টার পর আচমকা রেনকোট ও হেলমেট পরা দু’জন বাইকে করে জিমে প্রবেশ করেন। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা প্রথমে জিমের কর্মচারীর কাছে মালিকের খোঁজ নেন। কর্মচারী মালিককে ডেকে আনার চেষ্টা করলে, পরপর দু’বার গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ায় গুলির কোনও আঘাত কেউ পাননি। ঘটনাস্থল থেকে দুটি খোলা গুলির খোল উদ্ধার করা হয়েছে। চারু মার্কেট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। দুষ্কৃতীদের খোঁজ চলছে। তাদের উদ্দেশ্য এবং ঘটনাটির পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, যাতে দুষ্কৃতীদের পরিচয় শনাক্ত করা যায়। পুলিশ আশাবাদী, শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে। ঘটনার সময় জিমে উপস্থিত মানুষদের আতঙ্ক দেখা দেয়, কিন্তু কেউ আহত হয়নি। এই ঘটনার ফলে মহালয়ার সকালে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং স্থানীয় প্রশাসন এই ধরনের ঘটনায় নিরাপত্তা জোরদার করতে প্রস্তুত।