একসময় তিনি ছিলেন কাপুর পরিবারের সবথেকে দুষ্টু সদস্য। আজ পাতৌদি পরিবারের সংসারী বৌমা। দেখতে দেখতে ৪৫ বছরে পদার্পণ করলেন অভিনেত্রী। প্রিয় বন্ধু এবং পরিবারদের সঙ্গে এই বিশেষ মুহূর্ত কাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পেলেন দিদি এবং ননদের থেকে বিশেষ শুভেচ্ছাবার্তা।
করিশ্মা কাপুর যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, দিদিকে জড়িয়ে ধরে রয়েছেন করিনা। করিনা পরে রয়েছেন একটি কালো রঙের পোশাক। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘এই জগতের সবথেকে মিষ্টি বোন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
করিশ্মা কাপুর ছাড়া ননদ সোহা আলি খানও একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করেছেন করিনা কাপুরের সঙ্গে। ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, সোহা একেবারে অবিকল নকল করছেন বৌদিকে। করিনা ঠিক যেমন লিপস্টিক পড়েন তেমনভাবেই সোহাও লিপস্টিক পড়ছেন।
এই মিষ্টি ভিডিয়ো পোস্ট করে সোহা লেখেন, ‘তোমার জন্মদিনে চেষ্টা করছি আমার ভেতরের বেবোকে বের করার চেষ্টা করছি। তোমাকে ভীষণ ভালোবাসি। চিরকালের গ্ল্যামার নারীর জন্য অনেক অনেক ভালোবাসা।’
সোহা আলি খানের দিদি সাবা আলি খানও বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘বেবো জান। আমরা অনেক সুন্দর মুহূর্ত ভাগ করেছি। ঈদ হোক বা দীপাবলি, সব সময় তুমি ভীষণ ভীষণ সুন্দর। তোমার সৌন্দর্য এতটাই যে তোমাকে আলাদা করে সাজতে হয় না। সবকিছুই ভীষণ মানায় তোমাকে। সত্যি তুমি রক। তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

করিনা কাপুর খানের খুড়তুতো বোন ঋদ্ধিমা কাপুর সাহানি বেবোর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার প্রিয়তমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালোবাসা জানাই তোমাকে।’ করিনা এবং সইফ আলি খানের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০০৮ সালে ‘তাশান’-এর সেটে। পাঁচ বছর প্রেমের পর, এই দম্পতি ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা এখন তৈমুর এবং জাহাঙ্গীর নামে দুই ছেলের গর্বিত বাবা-মা।