টলিউডের অন্যতম দাপুটে এবং জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা হলেন শঙ্কর চক্রবর্তী। ছোটপর্দা তো বটেই বড় পর্দাতেও জমিয়ে কাজ করেছেন তিনি। তবে সম্প্রতি জানা গিয়েছে একটি মেগা থেকে নাকি বাদ পড়তে হয়েছে তাঁকে! একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেছেন অভিনেতা।
আরও পড়ুন: কেক কেটে জন্মদিন পালন শ্বেতার, স্ত্রীকে শুভেচ্ছাবার্তা রুবেলের
শোনা যাচ্ছিল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনেত্রী মধুমিতা সরকার অভিনীত চরিত্র 'ঝিল'-এর বাবার ভূমিকায় অভিনয় করার কথা ছিল শঙ্কর চক্রবর্তীর। কিন্তু সেখানে পরবর্তীতে অন্য অভিনেতাকে দেখা যায়। ইন্ড্রাস্টির অন্দরের ফিসফাস শোনা যায় যে শঙ্করকে নাকি বাদ দেওয়া হয়েছে। কিন্তু কেন?
আরও পড়ুন: ‘বিষহরি’- এর পর এবার মাইক্রো ড্রামায় শোলাঙ্কি, দেখা যাবে কোন ওটিটি প্লাটফর্মে?
আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শঙ্কর এই প্রসঙ্গে মুখ খুলেছেন। অভিনেতার কথায়, ‘এই ধারাবাহিকটি অগস্ট মাসে শুরু হওয়ার কথা ছিল। ফলে সেই সময় আমার তারিখের সঙ্গে শ্যুটিয়ের সময়ের কোনও দ্বন্দ্ব তৈরি হয়নি। কিন্তু এখন যে সময় ওঁরা শুটিং ফেলেছে তখন আমার নাটকের শো আছে আর রয়েছে একটি ছবির শ্যুটিং। প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছিল তাঁদের পক্ষেও তারিখ এ দিক ও দিক করা সম্ভব হবে না।’
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মাঝেই সুস্মিতার কপালে চুমু এঁকে শুরু হল সাহেবের শারদীয়া!
শোনা যাচ্ছিল এই ঘটনা নিয়ে অভিনেতা নাকি খানিক রেগে গিয়েছে। তুবে সেই ধারণা নস্যাৎ করে অভিনেতা বলেন, ‘পুজোর আগে। আমার একটু অর্থনৈতিক সমস্যা হয়েছে। তাই চিন্তায় আছি আর কিছু নয়। রাগ করে কী করব! বড় প্রযোজনা সংস্থার উপর রাগ করে সম্পর্ক নষ্ট করব কেন? আগামিদিনে কাজ করার সুযোগ নষ্ট করার ইচ্ছা নেই।’
আরও পড়ুন: কপালে তৃতীয় নয়ন, হাতে পদ্ম, উমার সাজে ঋতাভরী! মহালয়ার সকালে চমক দিলেন নায়িকা
প্রসঙ্গত, নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে ফের ছোট পর্দায় ফিরেছেন মধুমিতা সরকার। চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়েছে ধারাবাহিক। নতুন এই মেগা প্রতিদিন বিকেল সাড়ে ৫ টা থেকে দেখা যায়। এই সময় ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত হত, বুলেট সরোজিনী শেষ হওয়ার পর থেকে। তাই সে ক্ষেত্রে অনেকেই ভেবেছিলেন তবে কি ‘গীতা এলএলবি’ শেষ হয়ে যাবে? না তা হয়নি বরং ‘গীতা এলএলবি’ ধারাবাহিক প্রতিদিন বিকেল ৫টা থেকে সম্প্রচারিত হয়।