কয়েকদিন আগেই রুবেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন শ্বেতা ভট্টাচার্য। এবার রুবেলের পালা। স্ত্রীর ৩৩ তম জন্মদিনে এলাহী আয়োজন করলেন রুবেল। কেক কেটে চললো জমিয়ে খাওয়া দাওয়া।
স্ত্রীকে পাশে নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করে রুবেল সমাজ মাধ্যমে লেখেন, ‘জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবেসে থাকতে চাই। তোমার হাসি, আনন্দ, মজা, রাগ, অভিমান সব অভিব্যক্তিকে ঘিরে বাঁচতে চাই, তোমার সাহস আর মানবিক জোর থেকে শিখতে চাই, তোমার প্রতিভা দেখে মুগ্ধ হতে চাই।’
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
রুবেল আরও লেখেন, ‘জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সুন্দরী বউ। অনেক ভালোবাসি তোমায়। তুমি যেমন তেমনি থেকো, আর খুব খুব ভালো থেকো আমাদের সবাইকে নিয়ে।’ রুবেলের শুভেচ্ছা বার্তায় আপ্লুত শ্বেতাও জবাবে লেখেন, ‘খুব ভালোবাসি তোমায় বর।’
শ্বেতা লেখেন, ‘আমি তো তোমাকে এবং তোমাদের ঘিরেই বাঁচতে চাই, তোমার খুশিতেই খুশি হতে চাই। তোমার প্রতিভায় গর্বিত হতে চাই। তোমার হয়েই বাঁচতে চাই। অনেক অনেক ভালোবাসা তোমার জন্য।’
রুবেল যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি মেরুন রঙের ড্রেস পরে রয়েছেন অভিনেত্রী। রুবেল পরে রয়েছেন একটি সবুজ রঙের শার্ট। পরিবারের বাকি সদস্যের ছবিও দেখতে পাওয়া যাচ্ছে পোস্টের মধ্যে। কেক কেটে একেবারে জমিয়ে আয়োজন হয়েছিল মধ্যাহ্ন ভোজনের।
ছবিতে রুবেলের বাবা-মায়ের পাশাপাশি দেখা যায় আরও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের। দেখা যায় অভিনেত্রীর বাবা-মাকেও। সবার উপস্থিতিতে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করেন অভিনেত্রী।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, চলতি বছর মহালয়ার দিন অর্থাৎ আজ ২১ সেপ্টেম্বর জি বাংলার পর্দায় মহিষাসুরমর্দিনী হয়ে দেখতে পাওয়া গিয়েছিল শ্বেতাকে। অন্যদিকে এই প্রথমবার অসুরের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় রুবেলকে। এর আগে ২০২১ সালে ভগবান শিবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার একেবারে ভিন্ন রূপে ধরা দেন রুবেল।