কালার্সের জনপ্রিয় শো ‘বালিকা বধূ’ দিয়ে ঘরে ঘরে পরিচতি পেয়েছিলেন অভিকা গৌর। ছোট্ট বয়সে আনন্দী-র মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় বদলে দিয়েছিল তাঁর কেরিয়ার গ্রাফ। এখন অভিকা বছর ২৮-এর ঝকঝকে তরুণী।
পর্দায় জগদীশের সঙ্গে আনন্দীর বিয়ে সুখের হয়নি। শিব (সিদ্ধার্থ শুক্লা)-এর সঙ্গে পরবর্তীতে সাত পাকে বাঁধা পড়েছিল আনন্দী। বাস্তব জীবনে অবশ্য অভিকা প্রেম থেকে বঞ্চিত হননি। গত পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। আর অবশেষে শুভকাজটা সেরে ফেলতে চলেছে। জুন মাসে প্রেমিক মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে বাগদান সেরেছিলেন আর এই মাসেই বিয়ের পর্ব সারবেন অভিনেত্রী।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁদের বিয়ের অনুষ্ঠান দেখানো হবে তাঁদের রিয়েলিটি শো 'পতি পত্নী পাঙ্গা'তেও। বিষয়টি নিশ্চিত করেছেন অভিকা নিজেই। অভিকা হিন্দুস্তান টাইমসকে বলেন যে তিনি এখনও স্বপ্নের মতো অনুভব করছেন। বালিকা বধূর কথায়, ‘কখনও কখনও এমনও হয় যে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে নিজেকে স্মরণ করিয়ে দিতে হবে যে এটি সত্যি। আমি খুব ভাগ্যবান যে এমন একজন জীবনসঙ্গী পেয়েছি যিনি আমাকে বোঝেন, সমর্থন করেন এবং আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন'। অভিকা আরও প্রকাশ করেছিলেন যে প্রকাশ্যে বিয়ে করা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘সেই ২০০৮ সাল থেকে আমি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। আমি ছোটবেলায় ভেবেছিলাম যে হয় আমার গোপন বিয়ে হবে বা একটি দুর্দান্ত বিবাহ হবে যা সবাই দেখবে’। বিয়েতে লাল রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা পরবেন অভিকা। অতিথিদের প্যাস্টেল রঙ পরতে বলেছেন নায়িকা, যাতে কনের লাল রঙটি সবচেয়ে বিশেষ দেখায়। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু হর্ষ লিম্বাচিয়া, ভারতী সিং, জান্নাত জুবায়ের এবং আলি গনি নির্ধারিত সময়সূচির কারণে বিয়েতে অংশ নিতে পারবেন না, তবে সকলেই ভিডিও এবং বার্তার মাধ্যমে তাঁদের শুভেচ্ছা পাঠিয়েছেন। এছাড়া নাগার্জুন, অনুপম খের ও মহেশ ভাটও তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
নিজের লাভ লাইফ বরাবরই ওপেন রেখেছেন অভিকা। তবে সসুরাল সিমর কা সিরিয়ালের শ্যুটিং চলাকালীন দ্বিগুণ বয়সী সহ-অভিনেতার সঙ্গে রোম্যান্টিক সিন করতে নিয়ে নাকি প্রেমে পড়েছেন অভিকা, এমন কথা চালাচালি হয়েছিল। যদিও অভিকার নায়ক মণীশ রায়সিংঘানি স্পষ্ট বলেছিলেন 'নাবালিকা' অভিকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করতেই অস্বস্তি হয় তাঁর। দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের প্রশ্নই ওঠে না। অভিকার হবু বর, মিলিন্দ কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত। ২০১৯ সালে তাঁকে দেখা গিয়েছিল ‘এমটিভি রোডিজ রিয়াল হিরোজ’-এ। বর্তমানে বাগদত্তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিচ্ছেন 'পতি পত্নী পাঙ্গা'তে।