হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে বিশ্বকর্মা পুজোর মেলা চলছিল। সেই মেলা ঘিরে ছিল প্রচুর মানুষের ভিড় এবং আনন্দমুখর পরিবেশ। কিন্তু, সেই উৎসব মুহূর্তে পরিণত হল মর্মান্তিক ঘটনায়। রবিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সোজা মেলার মধ্যে ঢুকে পড়ে। লরিটি একের পর এক পিষে দেয় বেশ কয়েকজনকে। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন অন্তত আট জন, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে মেছোগ্রামে।
আরও পড়ুন: পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা, ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল কর্তব্যরত কনস্টেবলের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেলা প্রায় শেষের পথে ছিল। দোকানদারেরা তখন স্টল গুটোচ্ছিলেন। সেই সময় হঠাৎই জাতীয় সড়ক থেকে ছুটে এসে লরিটি একাধিক দোকান ভেঙে ফেলে। মুহূর্তে চিৎকারে ভরে ওঠে গোটা এলাকা। ছুটোছুটি শুরু হয় ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে। গুরুতর আহতদের দ্রুত পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আট জন চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই লরির চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন, তাই গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি।
অকস্মাৎ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মেছোগ্রামে। আনন্দঘন মেলা শেষ হল কান্নার সুরে। অন্যদিকে, এদিনই নিউটাউনের ইকো পার্কের দু’নম্বর গেটের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। পুলিশ পেট্রোলিংয়ের সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার।