আজ থেকে গোটা দেশে জিএসটি কমেছে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। এই আবহে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, আজ থেকে এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও কী কমতে চলেছে পুজোর আগে? এলপিজি গ্যাসের সিলিন্ডারের ওপরও কত হারে জিএসটি হার কার্যকর হবে? উল্লেখ্য, ঘরোয়া এলপিজি গ্যাসের ওপর ৫ শতাংশ জিএসটি কার্যকর হত এদিকে বাণিজ্যিক সিলিন্ডারের ওপর জারি থাকে ১৮ শতাংশ জিএসটি। তবে আজ থেকে একাধিক পণ্যে জিএসটি কমলেও রান্নার গ্যাসের সিলিন্ডারের ওপর জিএসটিতে কোনও পরিবর্তন আসছে না।
এর আগে ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডারপিছু ৫০.৫ টাকা কমেছিল। সেপ্টেম্বরে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ হবে ১,৬৮৪ টাকা। এই আবহে কলকাতায় বিভিন্ন রেস্তোরাঁ এবং হোটেল মালিকদের সুবিধা হবে। গত মাসে দাম এর দাম ছিল ১,৭৩৪.৫ টাকা। এপ্রিল থেকে প্রতি মাসেই কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে। মার্চে প্রতিটি সিলিন্ডারের দাম ১,৯১৩ টাকা ছিল। এদিকে জুলাই মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৬৯ টাকা। তার আগে গত জুন মাসে কলকাতায় ১৯ কেজি ওজনের সিলিন্ডার পাওয়া যাচ্ছিল ১৮২৬ টাকায়।
এদিকে ১৪.২ কেজি এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেনি এই মাসে। সেই সিলিন্ডার সাধারণ গৃহস্থে ব্যবহার করা হয়ে থাকে। গত ৮ এপ্রিল থেকেই একই দাম থাকছে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ৮ এপ্রিল দেশে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। সংশ্লিষ্ট মহলের মতে, এই বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন আছে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ-সহ পঁচটি রাজ্যে বিধানসভা ভোট হবে। সেই পরিস্থিতিতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সম্ভবত বাড়ানো হবে না। এর আগে ২০২৩ সালের ৩০ আগস্ট এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল। পুজোর মাসে কলকাতায় প্রতিটি সিলিন্ডারের দাম পড়ছে ৮৭৯ টাকা।