মহালয়ার সকালে তর্পণ করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। কল্যাণীরতে গঙ্গায় এক তরুণ তলিয়ে গিয়ে প্রাণ হারালেন। রবিবার সকালে বন্ধুর সঙ্গে গঙ্গা স্নানে যান রোহিত বল, বয়স ১৮। তিনি গয়েশপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড, কাটাগঞ্জ তিন নম্বর এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটে কল্যাণী রথতলা রানি রাসমণি গঙ্গার ঘাটে।
আরও পড়ুন: কপালে তৃতীয় নয়ন, হাতে পদ্ম, উমার সাজে ঋতাভরী! মহালয়ার সকালে চমক দিলেন নায়িকা
পুলিশ ও স্থানীয়রা জানান, বন্ধুরা স্নানের সময় দেখেন রোহিত হঠাৎ স্রোতের জলে তলিয়ে যাচ্ছে। তাঁরা চিৎকার করে সাহায্য চাইলেও রোহিতকে উদ্ধার করতে প্রায় আধ ঘণ্টা সময় লেগে যায়। পুলিশ ও স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি চালান। পরে তাঁকে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ ও ঘাটের উপস্থিত মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয় এবং প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে, এটি একটি দুর্ঘটনা।
একই দিনে, হুগলির উলুবেড়িয়াতেও একটি নাবালিকার তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরিবারসহ খড়গপুরের গোলাবাজার থেকে কালীবাড়ি ঘাটে তর্পণ করতে গিয়ে চারজন নদীতে নামেন। তাঁদের মধ্যে তিনজনকে স্রোতের মধ্যেও উদ্ধার করা সম্ভব হলেও এক নাবালিকা তলিয়ে যায়। দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নাবালিকার সন্ধান মেলেনি। এই ঘটনায় মহালয়ার দিনে নদীতে স্নানের সতর্কতার প্রয়োজন বলে জানান স্থানীয়রা। কল্যাণী ও উলুবেড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছেন।