গতকাল অর্থাৎ ২০ সেপ্টেম্বর সহকর্মী এবং পরিবারের সকলকে নিয়ে ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটানোর আনন্দ উদযাপন করলেন দেব। শুধু তাই নয়, গতকাল ছিল ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবিটি।
‘ধুমকেতু’ ছবির মতই এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও দেখা যায় একাধিক তারকার সমাবেশ। কোয়েল মল্লিক থেকে শুরু করে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন প্রায় সকলেই। অনুষ্ঠানে সঞ্চালক সৃজিত মুখোপাধ্যায়ের একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় দেবকে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
অনুষ্ঠান মঞ্চেই প্রশ্ন উত্তরের পালা চলাকালীন সৃজিত মুখোপাধ্যায় দেবকে প্রশ্ন করে বলেন, ‘একটা কথা সবাই তোমার থেকে জানতে চায়, তুমি এখন ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড নাকি মাফিয়া কার্ড বেশি ব্যবহার করছ?’ পরিচালকের প্রশ্নের উত্তরে হালকা হেসে দেব বলেন, ‘যার কাছে এত মানুষের ভালোবাসা আছে, এত মানুষের প্রার্থনায় যার নাম সব সময় থাকে, যে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য এরকম হাজার হাজার মানুষ বার বার ছুটে আসে, তার কোনও কার্ড ব্যবহার করার প্রয়োজন নেই।’
দেব আরও বলেন, ‘আমার বাবা মা সারা জীবন যে পরিশ্রম করেছেন, তার ফল ভোগ করছি আমি। আমার ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দর্শকরা টিকিট কেটে আসতে চাইছেন। মৃত্যুর পর যে স্বীকৃতি মানুষ পায় তা আমি জীবিত অবস্থাতেই পাচ্ছি। এর থেকে বেশি কিছু আমার আর চাওয়ার নেই। বাংলা ছবিকে আমি একদিন উপরে নিয়ে যাবই, সবাইকে কথা দিলাম।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
উলেখ্য, মঞ্চে ইন্ডাস্ট্রির নামি দামি প্রযোজকদের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা যায় দেবকে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিশপাল সিং, অশোক তোমার ধনুকা সহ আরও অনেকে। অনুষ্ঠানে নিজের পরিবারের সঙ্গেও স্টেজ শেয়ার করেন দেব। আদরের পোষ্যকেও দেখতে পাওয়া যায় স্টেজে।
প্রসঙ্গত, ‘রঘু ডাকাত’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একাধিক নায়িকাদের দেখা পাওয়া গেলেও শুভশ্রী গাঙ্গুলী এবং রুক্মিণী মৈত্র দুজনেই ছিলেন অনুপস্থিত। যদিও মঞ্চে দাঁড়িয়েই দেব বলেন, রুক্মিণী বিশেষ একটি কাজে আটকে যাওয়ায় আসতে পারেননি। তবে শুভশ্রী নিয়ে কোনও মন্তব্য করেননি দেব।