বলিউডের অন্যতম চর্চিত জুটি ভিকি-ক্যাটরিনা! বিয়ের পর কেরিয়ার নয়, বরং সংসারই মূল ফোকাস ক্যাটরিনা। দীর্ঘসময় ধরেই নাকি মাতৃত্বের পরিকল্পনা করছিলেন অভিনেত্রী। অবশেষে হাজির সেই কাঙ্খিত মুহূর্ত। জল্পনা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন। চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক আগেই নাকি এই দম্পতি প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। যদিও এখনও মুখে কুলুপ দুজনেরই।
জুলাই মাসে মুম্বইয়ের ফেরিঘাটে ঢিলেঢালা পোশাকে ক্যাটরিনার ধীর গতিতে হাঁটাচলা দেখে অনেকেই দাবি করেছিলেন নায়িকা পোয়াতি! সেই কারণেই এত সাবধানতা।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার একটি ঝাপসা ছবি ভাইরাল। একটি বিজ্ঞাপনের শুটের মতো সেটআপে মেরুন গাউনে স্ফীতোদের নিয়ে দেখা মিলেছে ক্যাটের। ঝাপসা ছবিতেও যেন উপচে পড়ছে ক্যাটরিনার সৌন্দর্য।
এখনও পর্যন্ত ক্যাটরিনার মা হওয়ার জল্পনা নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত কোনও খবর নেই। তবে হালফিলের ট্রেন্ড বলছে পোলকা ডট মিথ কখনও মিথ্যা বলে না। আনুশকা শর্মা, দীপিকা পাড়ুকোন এবং কিয়ারা আদবানি এর জ্বলজ্যান্ত প্রমাণ। ক্যাটরিনাও নববর্ষের প্রাক্কালে পোলকা ডট পোশাকে ধরা দিয়েছিলেন, যা প্রেগন্যান্সি নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা হিসাবেই ধরেছিল নেটপাড়া।
আনুষ্ঠানিক গর্ভাবস্থার ঘোষণার জন্য অপেক্ষা করছে ভিক্যাট ভক্তরা। দীপিকা,আলিয়া, কিয়ারাদের পর এবার ক্যাটরিনার ফুটফুটে ছেলে বা মেয়ের অপেক্ষায় অনুরাগীরা।