পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আকাশ বাতাস জানান দিচ্ছে মা আসছেন।মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে ইতিমধ্যেই চন্ডীপাঠ শুনে বাঙালির শারদীয়ার শুভ সূচনা হয়ে গিয়েছে। এর মধ্যেই শহরের নানা ক্লাবের পুজোর উদ্বোধন সারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনের মঞ্চে পুজোর আগে নিজের ডায়েট ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি নচিকেতা চক্রবর্তীকে সঠিক ভাবে খাওয়া-দাওয়া না করার জন্য ধমকও দিলেন।
আরও পড়ুন: ৪৫ তম জন্মদিনে করিনাকে শুভেচ্ছা করিশ্মার, শুভেচ্ছাবার্তা জানালেন সোহা- সাবাও
নিউজ ১৮ বাংলার শেয়ার করা একটি ভিডিয়োয় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘নচি একটু খাওয়া-দাওয়া করো।’ তারপর দর্শকদের দিকে তাকিয়ে বলেন আপনারা তো চান ও বেঁচে থাকুক, প্রতি বছর এসে গান করুক। শরীরটা যদি ঠিক না রাখে তাহলে কীভাবে হবে? আমাকে বললে আমি তো ওঁর ডায়েটটা করে দিতে পারি। কথা শোনে না।' এরপর তিনি ফের গায়কের দিকে চেয়ে বলেন, ‘আর কত রোগা হবে? ঠিক মতো খাওয়া-দাওয়া করো। তোমায় প্রোটিন খেতে হবে। তোমার হিমোগ্লোবিনও কম।’
তারপর মুখ্যমন্ত্রী নিজের কথা বলেন, ‘আমারও হিমগ্লোবিন একটু কম আছে। তবে আমার সময় হয় না। সকালে বেরিয়ে গিয়ে রাতে বাড়ি ঢুকলে তিন বেলার খাবার তো খেতে পারি না। একবেলা খেতে পাই। আর ভাত-রুটি তো আমি খাই না প্রায় ২০ বছর হয়ে গিয়েছে। আমি অল্প অল্প খাই তাও। কিন্তু আমি আমার মতো করে চলি।’
আরও পড়ুন: মেয়েরাই জগৎ, যিশুর নাম বাদ দিয়েই বাড়িতে নতুন নেমপ্লেট আনলেন নীলাঞ্জনা
তারপর তিনি ফের নচিকেতাকে উদ্দেশ্য করে বলে, ‘কিন্তু তুমি তোমার মতো চলতে পারো না।’ তারপর তিনি ফের দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'সেই জন্য বলব আপনারা সকলে সুস্থ থেকে যা ইচ্ছে করুন। একটু হাঁটা চলা করুন, একটু ঘোরাঘুরি করুন। আমি প্রাণায়ম করি, ব্যায়াম করি, সকালবেলা আমি নিজের জন্য ১ ঘন্টা রাখি। সকাল বেলা ঘুম থেকে উঠে আগে যোগব্যায়াম করে ঠাকুরকে জল দিই, তারপর চা খাই। কিছুই না এগুলো ছোটোখাটো কাজ কিন্তু তাতে শরীর ভালো থাকে। সব রকম ভাবে সুস্থ থাকুন, মানসিক ভাবে, শারীরিক ভাবে। স্ট্রেস কমান। স্বাস্থ্য থাকলে সম্পদ আসবেই, স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই হবে না।'
তারপর তিনি সাম্প্রতিক সময় তারকাদের অকাল প্রয়ান প্রসঙ্গে স্বাস্থ্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘দেখলেন তো আমাদের কত তারকার মৃত্যু হয়েছে। আমি দু-তিন জনকে দেখলাম। এমন কিছু করা উচিত যাতে শরীর ভালো থাকে।’ এরপর শেষে তিনি সকলকে পুজোর শুভেচ্ছাও জানান।