বলিউডের অন্যতম সফল একজন অভিনেতা হলেন অক্ষয় কুমার। দীর্ঘ কয়েক দশকে বহু অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। শিল্পা শেট্টি থেকে শুরু করে রবিনা ট্যান্ডন, করিনা কাপুর খান থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয়ের বিপরীতে অভিনীত নায়িকার নামের তালিকা বেশ লম্বা।
শুধু সহ অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তা নয়, একাধিক বার একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কও জড়িয়েছেন অক্ষয়। কিন্তু আপনি কি জানেন অক্ষয় কুমারের প্রিয় নায়িকার নাম কী? সম্প্রতি অক্ষয়কে তাঁর প্রিয় নায়িকার নাম জিজ্ঞাসা করায় তিনি যার নাম বললেন তা শুনলে অবাক হয়ে যাবেন আপনি।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
অক্ষয় বলেন, আমার পছন্দের নায়িকা হলেন ক্যাটরিনা কাইফ। যদিও আমি প্রায় প্রত্যেকের সঙ্গেই কাজ করেছি। এখনও পর্যন্ত ক্যাটরিনার সঙ্গে আটটি ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। ২০০৬ সালে হামকো দিওয়ানা কার গ্যায়ে, ২০০৭ সালে নমস্তে লন্ডন, ২০০৭ সালে ওয়েলকাম, ২০০৮ সালে সিং ইজ কিং, ২০০৯ সালে ব্লু, ২০০৯ সালে দে দানা দান, ২০১০ সালে তিস মার খান এবং ২০১১ সালে সূর্যবংশী ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই তারকা জুটি।

২০২১ সালে সূর্যবংশী ছবির প্রচারে কপিল শর্মার অনুষ্ঠানে এসে অক্ষয় কুমারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। তিনি বলেছিলেন, অক্ষয় প্রথম দিন থেকে ভীষণভাবে সাপোর্ট করেন প্রত্যেক নতুন নায়ক নায়িকাদের। একজন সুপারস্টার হওয়া সত্ত্বেও তিনি যেভাবে সকলের সঙ্গে ব্যবহার করেন তা খুব কম মানুষ পারে।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
প্রসঙ্গত, সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে জলি এলএলবি ৩। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্শি, সীমা বিশ্বাস, অমৃতা রাও, সৌরভ শুক্লা, হুমা কুরেশি এবং গজরাজ রাও। সুভাষ কাপুর পরিচালিত 'জলি এলএলবি ৩' হল আইনি কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এটি প্রথম ও দ্বিতীয় পর্বের দুই 'জলি'-কে প্রথমবারের মতো একসাথে নিয়ে এসেছে। এই সিনেমা তিন দিনে ৪০ কোটি টাকার বেশি আয় করেছে।