পার্ট-টাইম ক্রিকেটার এবং ফুলটাইম জঙ্গি নাকি? এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানের নোংরামির পরে স্বভাবতই সেই প্রশ্নটা উঠছে। রবিবার দুবাইয়ে অর্ধশতরান পূরণের পরেই বন্দুক চালিয়ে 'গান সেলিব্রেশন' করেছে। আর যে ঘটনায় তুমুল উষ্মাপ্রকাশ করেছেন ভারতীয় নেটিজেনরা। জঙ্গিদের আপ্যায়ন করে রাখা দেশের ক্রিকেটার সন্ত্রাসবাদী কিনা, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। সেইসঙ্গে পহেলগাঁও হামলার পরে পাকিস্তান ম্যাচ কেন বয়কট করা হয়নি, সেই প্রশ্নও উঠে এসেছে।
বন্দুক চালানোর মতো সেলিব্রেশন পাকিস্তানির
আর জঙ্গি দেশের ক্রিকেটার রবিবার সেই নোংরামি করেছে এমন একটা ইনিংস খেলার পরে, যেটা মোটেও আহামরি কিছু নয়। ছক্কা মেরে ৩৫ বলে অর্ধশতরান পূরণ করে। তারপরই গ্যালারির দিকে ইঙ্গিত করে বন্দুক চালানোর মতো সেলিব্রেশন করতে থাকে পাকিস্তানি ওপেনার। তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তুমুল ক্ষোভপ্রকাশ করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে হাত না মেলানো নিয়ে বিস্ফোরক আজহারউদ্দিন,শুনে চটতে পারেন অনেকে
এক নেটিজেন বলেন, 'জঙ্গিদের মতো সেলিব্রেট করল। পহেলগাঁও জঙ্গি হামলার কথা স্মরণ করিয়ে দিল।' অপর একজন বলেছেন, 'অর্ধশতরান পূরণের পরে বন্দুক চালানোর মতো করেছে শাহিবজাদা ফারহান। দেখে মনে হচ্ছিল, ও যেন বলছিল যে আমরা (পাকিস্তানি জঙ্গি) পহেলগাঁওয়ে হামলা চালিয়েছি, তাও আমাদের সঙ্গে ক্রিকেট খেলছে ভারত। আমরা যদি এরকম (পহেলগাঁয়ের মতো জঙ্গি হামলা চালাই), তাহলেও ওরা আমাদের সঙ্গে ক্রিকেট খেলবে।'
আরও পড়ুন: অনুশীলন চলাকালীন ভারতীয়দের খোঁচাতে '৬-০' বলে চেঁচালেন পাকিস্তানি ক্রিকেটাররা
যদিও বিষয়টি নিয়ে আপাতত ভারতীয় দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটা জেতার উপরে ফোকাস করছে টিম ইন্ডিয়া। তাড়া করছে ১৭২ রানের লক্ষ্যমাত্রা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৭১ রান তুলেছে পাকিস্তান। সর্বোচ্চ ৪৫ বলে ৫৮ রান করেছে ফারহান। ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন শিবম দুবে। চার ওভারে ৩৩ রান দিয়ে দু'উইকেট নেন। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব।
আরও পড়ুন: 'পাইক্রফ্ট কেন ক্ষমা চাইবেন, উলটে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত তাঁর কাছে'
রান তাড়া করতে নেমে ভালো জায়গায় ভারত
সেই রান তাড়া করতে নেমে সাত ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৫ রান। অভিষেক শর্মা ২৩ বলে অপরাজিত ৪৮ রানে খেলছেন। ১৯ বলে ৩৬ রানে খেলছেন শুভমন গিল। রানরেট হল ১২.১৪। আর রিকোয়ার্ড রানরেট হল ৬.৬৯। যদি এই ছন্দটা ধরে রাখে ভারত, তাহলে ফারহানের বন্দুকের গুলি তার দিকেই ফিরে আসবে।